Advertisment

মাথার দাম ছিল ১.২৫ লক্ষ টাকা, সেই কুখ্যাত দুষ্কৃতী এনকাউন্টারে নিহত যোগীরাজ্যে

মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় গুফরান নামে ওই কুখ্যাত গ্যাংস্টারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Wanted UP criminal carrying Rs 1.25 lakh bounty shot dead in police encounter

২০১৯ সাল থেকে গুফরানের বিরুদ্ধে ১৩টি মামলা ছিল।

মোস্ট ওয়ান্টেড অপরাধী। মাথার দাম ছিল ১.২৫ লক্ষ টাকা। সেই কুখ্যাত দুষ্কৃতীর এনকাউন্টারে মৃত্যু হল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় গুফরান নামে ওই কুখ্যাত গ্যাংস্টারের। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় এই এনকাউন্টারের পর গুফরানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Advertisment

বিশেষ ডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, গুফরানের মাথার উপর ১.২৫ লক্ষ টাকার ইনাম ছিল। প্রয়াগরাজের এডিজি ১ লক্ষ টাকা এবং ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে সুলতানপুর পুলিশ।

এদিন ভোরে স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলি বিনিময়ে গুফরানের মৃত্যু হয়। পাশের জেলা প্রতাপগড়ে সাতটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল সে। এছাড়াও ডাকাতি, খুনের চেষ্টার অভিযোগও ছিল।

আরও পড়ুন ‘আগে নিজের ঘর সামলান’! সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, কৌশাম্বী জেলায় এসটিএফ হানা দেয়। সেখানে লুকিয়ে ছিল গুফরান। পুলিশকে দেখেই গুলি ছোড়ে গুফরান। গুলি বিনিময়ে সে আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

২০১৯ সাল থেকে গুফরানের বিরুদ্ধে ১৩টি মামলা ছিল। তার মধ্যে ১২টি প্রতাপগড় এবং একটি সুলতানপুরে।

প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে এখনও পর্যন্ত ১৮৬টি এনকাউন্টার হয়েছে রাজ্যে। প্রত্যেক ১৫ দিন অন্তর একজন করে দুষ্কৃতী এনকাউন্টারে নিহত হয়েছে।

Encounter uttar pradesh Uttar Pradesh Police
Advertisment