সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন করলেন, তা প্রথম প্রস্তাবিত হয়েছিল প্রায় ৬০ বছর আগে। রাজধানীর বুকে ইন্ডিয়া গেট এলাকায় ৪০ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল এই সৌধ। এই সৌধে রয়েছে পাঁচটি কংক্রিট বৃত্তাকার এলাকা, একটি কেন্দ্রীয় পাথর নির্মিত ওবেলিস্ক এবং এক প্রজ্জ্বলন্ত শিখা। এই সৌধ নির্মাণে খরচ পড়েছে ১৭৬ কোটি টাকা।
স্মৃতির সরণি বেয়ে
১৯৬০- জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের প্রথম প্রস্তাব এসেছিল। এর পর পরবর্তী দশকগুলিতে বহুবার এই দাবি উঠে এসেছে।
২০১২- প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি বলেছিলেন এই সৌধ নির্মাণ করা হবে ইন্ডিয়া গেট এলাকায়, দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ও অন্যান্য সমাজকর্মীরা নির্মাণের এলাকা নিয়ে আপত্তি তুলেছিলেন। এ ব্যাপারে মন্ত্রিসভায় নোট আনার চেষ্টা যদিও ব্যর্থ হয়।
২০১৫- অক্টোবর মাসে ৫০০ কোটি টাকা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়। ডিসেম্বরে নির্মাণ কাজের ছাড়পত্র মেলে।
২০১৬- সৌধের ডিজাইন কীরকম হবে, তা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা শুরু হয়।
২০১৭- মার্চ মাসে WeBe Design Ltd এর যোগেশ চন্দ্র হাসান এ কাজের জন্য মনোনীত হন। তাঁকে মনোনীত করে স্থপতি ক্রিস্টোফার বেনিঙ্গার নেতৃত্বাধীন একটি কমিটি।
২০১৮- হায়দরাবাদের এনসিসি লিমিটেড প্রকল্পের কনসালট্যান্ট হিসেবে চন্দ্রহাসানের সঙ্গে কাজ শুরু করে।
Read the Full Story in English