কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে পরোয়ানা জারি করল দিল্লি আদালত। একটি মানহানির মামলায় আদালতে হাজিরা এড়ানোয় থারুরের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরে বেঙ্গালুরুতে থারুর দাবি করেছিলেন, এক আরএসএস নেতা বলেছেন, ‘প্রধানমন্ত্রী যেন শিবলিঙ্গের মাথায় বসে থাকা একটা বিছে’। থারুরের এহেন মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা হয় জাতীয় রাজনীতিতে।
আরও পড়ুন: ‘মহা’সংকট: রাজ্যপাল সময় না বাড়ানোয় সুপ্রিম কোর্টে সেনা
এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর। সেই মামলাতেই থারুরের নামে পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন: বাবরি ধ্বংস মামলার রায় হতে পারে আগামী এপ্রিলে
এ মামলায় আদালত পর্যবেক্ষণ করে, থারুর ও তাঁর আইনজীবী শুনানিতে অংশ নেননি। কেন আদালতে হাজিরা দিচ্ছেন না, সে নিয়ে তাঁরা কোনও আবেদনও আদালতে জমা দেননি। একইসঙ্গে আদালত সূত্রে জানা যাচ্ছে, মামলাকারী ও তাঁর আইনজীবীও হাজিরা দেননি। তবে আদালতে হাজিরা না দেওয়ার কারণ হিসেবে আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু সেই আবেদন ‘অস্পষ্ট’ বলে দাবি আদালতের।
উল্লেখ্য, ‘হিন্দু-পাকিস্তান’ নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুমিত চৌধুরি। সেই মামলায় গত ১৩ অগাস্ট তিরুঅনন্তপুরমের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। সেই মামলায় কংগ্রেস সাংসদের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট।
Read the full story in English