Advertisment

সেতু ঘিরে মানুষের দোল, মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ভয়ঙ্কর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল

author-image
IE Bangla Web Desk
New Update
bridge collapse, bridge collapse video, cctv bridge collapse, morbi bridge collapse, morbi gujarat, gujarat morbi bridge, gujarat bridge, morbi bridge gujarat, cable bridge, morbi cable bridge, morbi news, bridge collapse in morbi, morbi bridge in gujarat, gujarat morbi bridge collapse, gujarat bridge collapse, morbi bridge accident, morbi hanging bridge, hanging bridge, cable bridge gujarat, cable bridge gujarat morbi, morbi bridge collapse news

কীভাবে ভেঙে পড়ল সেতু, দেখুন সেই ছবি

হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল। রবিবার সন্ধ্যায় শতাব্দী প্রাচীন সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ জন। আর সেই দুর্ঘটনার মুহূর্তের ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু উৎসাহী মানুষ সেতুর ওপর দাঁড়িয়ে দোল খাচ্ছে। এমনকি তাঁদের মধ্যে কয়েকজনকে ঝুলন্ত সেতুর তারগুলো ধরে থাকতে দেখা গেছে। কিছুক্ষণের মধ্যেই সেতুটি ভেঙে মাচ্ছু নদীতে পড়ে যায়। মুহূর্তেই আনন্দ বদলে যায় বিষাদে।

Advertisment

গুজরাটের মোরবি জেলায় সেতু বিপর্যয়ে মৃত্যু মিছিল। মাচ্ছু নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩। গতকাল রাত থেকে একটানা চলছে উদ্ধারকাজ। রাতভর উদ্ধারকাজ চালিয়ে নদী থেকে বহু মানুষের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৯৩ জন। সেনাবাহিনী-নৌবাহিনী-বিমানবাহিনীর যৌথ দল উদ্ধারাভিযান জারি রেখেছে।

গান্ধীনগর থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে গুজরাটের মোরবি শহরের কাছে গতকাল সন্ধেয় ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে। মাচ্ছু নদীর উপর শতাব্দী প্রাচীন ঝুলন্ত ব্রিজটি রবিবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ব্রিজটির সংস্কারের কাজ চলার পর প্রায় সাত মাস বন্ধ ছিল। মাত্র চারদিন আগে ব্রিজটি আবার খুলে দেওয়া হয়েছিল। মোরবির চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার পি কে দিধরেজিয়া জানিয়েছেন, সেতু বিপর্যয়ের জেরে মোরবি সিভিল হাসপাতালে ভর্তি হওয়া ৭৯ জন আহতের মধ্যে অন্তত ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

মোরবি সিভিল হাসপাতালে বিপর্যয়ের জেরে আহতদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয় সেব্যাপারে খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মোরবিতে ছুটে আসা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেতুতে প্রায় দেড়শো জন লোক ছিলেন। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় দুর্ঘটনার সময় ব্রিজটিতে বেশ কিছু মহিলা ও শিশু ছিল। তখনই নদীর উপর ঝুলন্ত অবস্থায় থাকা ওই ব্রিজটি ভেঙে পড়ে

ব্রিজ বিপর্যয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, গুজরাটের এই বিপর্যয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতরও।

মোরবিতে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। এই মুহূর্তে তিন দিনের সফরে গুজরাটেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর রাজ্যের এই বিপর্যয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামীকালই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেতু বিপর্যয়ের জেরে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচী। মঙ্গলবার মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তথ্য অনুযায়ী, আগামীকাল বিকেলে মোরবি যাবেন প্রধানমন্ত্রী মোদী। কথা বলবেন আহতদের সঙ্গে। দুর্ঘটনার পর নরেন্দ্র মোদী তার গুজরাট সফরের রোড শো বাতিল করেছেন। গান্ধীনগরে প্রস্তাবিত নির্বাচনী কর্মসূচীও বাতিল করেছেন তিনি। সেতু দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী।সেতু দুর্ঘটনার জন্য “দুঃখ” প্রকাশ করেন মোদী এবং পাশাপাশি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

Bridge Collapse gujrat
Advertisment