Advertisment

ভয়ে কাঁপবে চিন-পাকিস্তান! UAV-এর দ্বিতীয় পরীক্ষায় সফল ভারত, তাক লাগানো কৃতিত্ব DRDO-এর

আমেরিকার B2 বোমারু বিমানের আদলে ড্রোনটি ডিজাইন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
DRDO

চিত্রদুর্গা: ডিআরডিও কর্ণাটকের চিত্রদুর্গার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে স্বয়ংক্রিয় ফ্লাইং উইং টেকনোলজি ডেমোনস্ট্রেটর, একটি স্বদেশী উচ্চ-গতির ফ্লাইং-উইং ইউএভি-র সফল ফ্লাইট পরীক্ষা চালায়। (পিটিআই ছবি)

বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে আরও এককদম এগিয়ে গেল দেশ। প্রাণঘাতী ইউএভি ড্রোন বানিয়ে শত্রুপক্ষকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এবার UAV-এর দ্বিতীয় পরীক্ষাও সফল। আমেরিকার B2 বোমারু বিমানের আদলে ড্রোনটি ডিজাইন করা হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যবস্ততে হামলা চালাতে এই দেশীয় ড্রোনের জুড়ি মেলা ভার।

Advertisment

আবারও ডিআরডিও চমকে দিয়েছে তামাম বিশ্বকে। আরও একবার প্রতিরক্ষা সংস্থা সফলভাবে উচ্চ-গতির উড়ন্ত উইং ইউএভি পরীক্ষা করেছে। ডিআরডিও শুক্রবার সফলভাবে দেশীয় হাই স্পিড ফ্লাইং উইং ইউএভি, অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি সফলভাবে পরীক্ষা করেছে। এই পরীক্ষাটি কর্ণাটকের চিত্রদুর্গে অবস্থিত অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে করা হয়।

সংবাদ সংস্থা এএনআই-তেও এর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে ইউএভিকে টেক অফ এবং অবতরণ করতে দেখা যায়। এই ইউএভি উড়তে দেখে হঠাতই মনে আসে আমেরিকান ফাইটার বিমানের ছবি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইং উইং প্রযুক্তির ক্ষেত্রে যে দেশ এগিয়ে রয়েছে তার মধ্যে ন্যতম হবে ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। ইউএস এয়ার ফোর্সের নর্থরপ গ্রুম্যান বি-২ স্পিরিট নামে একটি ফাইটার প্লেন রয়েছে। আসলে এটি একটি বোমারু বিমান। যা দেখতে ভিনগ্রহের জাহাজের মতো। DRDO ভারতে যে UAV পরীক্ষা করেছে তার চেহারাও একই রকম। এটি প্রথম ১৯৮৯ সালে চালু করা হলেও সময়ে সময়ে আপডেট করা হয়েছে। এই বিমানটি ৫০ হাজার ফুট উচ্চতা থেকেও আক্রমণ পরিকল্পনা সফল করতে কার্যকর।

এর আগে, ডিআরডিও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে প্রলয়। প্রলয় ক্ষেপণাস্ত্রের সীমা ৩০০-৫০০ কিমি এবং এটি ৫০০-১০০০ কেজি পেলোড বহন করতে সক্ষম।

অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সিস্টেমের সফল পরীক্ষার জন্য ডিআরডিও, সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দেশীয়ভাবে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রযুক্তির সফল বিকাশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে।

DRDO
Advertisment