Advertisment

Helicopter Emergency Landing At Kedarnath: পাইলটের বুদ্ধিমত্তার জেরে প্রাণরক্ষা, জরুরি অবতরণ কপ্টারের, কেদারনাথে হুলস্থূল, দেখুন ভিডিও

হেলিকপ্টারটিতে সাতজন যাত্রী ছিল, যাদের অধিকাংশই তীর্থযাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
On the basis preliminary reports, Rudraprayag District Magistrate Saurabh Gaharwar added that the helicopter had developed a snag in its rear motor

প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে, রুদ্রপ্রয়াগ জেলা ম্যাজিস্ট্রেট সৌরভ গহরওয়ার যোগ করেছেন যে হেলিকপ্টারটির পিছনের মোটরটিতে একটি সমস্যা তৈরি হয়েছিল।

কেদারনাথে বিপত্তি। বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী কপ্টার। সকাল ৭টা নাগাদ সাত যাত্রী সমেত একটি কপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে উত্তরাখণ্ডের কেদারনাথে জরুরি অবতরণ করেছে। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে, রুদ্রপ্রয়াগের জেলা শাসকসৌরভ গহরওয়ার বলেছেন, হেলিকপ্টারটির পিছনের মোটরে কিছু যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছিল। ফলে পাইলট জরুরি অবতরণ করেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সকলকেই নিরাপদে বের করে আনা হয়েছে।

Advertisment

পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কপ্টারে যান্ত্রিক ত্রুটি। কেদারনাথ ধামে যাওয়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণ জরুরি অবতরণ করল যাত্রী বোঝাই একটি কপ্টার ৷ যেখানে কপ্টারটি অবতরণ করে ঠিক তার পাশেই ছিল একটি নিকাশি নালা ছিল ৷ পাইলটের বুদ্ধিমত্তার জেরেই এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ৷

হেলিকপ্টারে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷ উত্তরাখণ্ডে এবছরের চারধাম যাত্রা চলছে । কেদারনাথ ধামের জন্য তীর্থযাত্রীদের নিয়ে ঘনঘন বিমান পরিষেবাও দেওয়া হচ্ছে । প্রতিদিন বহু সংখ্যক হেলিকপ্টার তীর্থযাত্রীদের নিয়ে কেদারনাথে যাতায়াত করছে । এদিন হঠাৎ করেই বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে কপ্টারটি। কর্মকর্তারা জানিয়েছেন, কপ্টারে থাকা সকল যাত্রীরাই নিরাপদে রয়েছেন। তথ্য অনুসারে জানা গিয়েছে হেলিকপ্টারের রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য কেদারনাথে হেলিকপ্টার পরিষেবা বরাবরই ঝুঁকিপূর্ণ। গত ১১ বছরে, কেদারনাথে এরকম ১০টি দুর্ঘটনা ঘটেছে।

১০ মে থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। ভিড়ের কারণে ৩১ মে পর্যন্ত চার ধাম যাত্রার জন্য অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। বর্তমানে প্রতিদিন ২৫ হাজারেরও বেশি ভক্ত ধামে আসছেন। ৯ টি হেলিকপ্টার কোম্পানি অবিরাম মোতায়েন রয়েছে ভক্তদের ধামে নিয়ে যাওয়ার জন্য।

Kedarnath
Advertisment