পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্য। যৌনতার সংজ্ঞা ব্যাখ্যা করেছে কেরল হাইকোর্ট। রাস্তার ধারে বসে অশ্লীল ভিডিও দেখছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। মামলাটি সরাসরি হাইকোর্টে পৌঁছালে বিচারপতি ২৯২ ধারায় দায়ের করা মামলাটি বাতিল করেন। বিচারপতি বলেন, 'অভিযোগ সত্য বলে মেনে নিলেও অশ্লীল ভিডিও ও পর্ন ক্লিপ দেখা কোনো অপরাধ নয়। এটি করা একজন পুরুষ বা একজন মহিলার ব্যক্তিগত সিদ্ধান্ত'।
অবসর সময়ে একাকী পর্ণ দেখা অশ্লীলতা নয়, যুগান্তকারী মন্তব্য কেরালা হাইকোর্টের। কেরল হাইকোর্ট চুপচাপ অবসর সময়ে একাকী পর্ন দেখাকে অশ্লীল বলে ঘোষণা করতে অস্বীকার করেছে। এ প্রসঙ্গে, কেরালা হাইকোর্ট গত সপ্তাহে এক ব্যক্তির বিরুদ্ধে শুরু হওয়া শুনানি বাতিল করেছে। রাস্তার ধারে অশ্লীল ভিডিও দেখার সময় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সেই মামলার প্রেক্ষিপ্তেই এদিন এই মন্তব্য করে কেরল হাইকোর্ট।
কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান মামলার শুনানি করার সময় বলেন, 'অশ্লীল ছবি বা ভিডিও ব্যক্তিগতভাবে কোন প্ল্যাটফর্মে শেয়ার না করে বা প্রকাশ্যে না দেখে ব্যক্তিগতভাবে দেখালে তা IPC-এর অধীনে অশ্লীলতার অধীনে পড়বে না'। এতে বলা হয়েছে যে এই ধরনের উপাদান দেখা একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ এবং আদালত তার গোপনীয়তায় হস্তক্ষেপ করতে পারে না।
বিচারপতি আরও মন্তব্য করেছেন, 'প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের সম্মতিতে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করা অপরাধ নয়। একইসঙ্গে শিশুদের হাতে মোবাইল ফোন আসার বিষয়েও জনগণকে পরামর্শ দিয়েছেন বিচারপতি। তিনি বলেন, যৌনতা এবং পর্নোগ্রাফি দেশে পুরনো কার্যকলাপ, কিন্তু শিশুরা যদি ছোট বয়স থেকেই পর্ন ভিডিও দেখা শুরু করে তাহলে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য, তা নিয়ন্ত্রণ করা অভিভাবকের দায়িত্ব'।