Advertisment

নিউটাউনের হাবে টেকনোলজি সংস্থাদের আকৃষ্ট করতে সহায়তা মূল্যের ভাবনা

তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন বলেছেন, ‘‘এ ব্যাপারে শীঘ্রই সরকারি সিদ্ধান্ত ঘোষিত হবে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মত ক্ষেত্রে আইএসআই, আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধছে সরকার

রাজ্যে যে সিলিকন ভ্যালি হাব গড়ে উঠছে, সেখানে নিজেদের সেট আপ তৈরির জন্য প্রযুক্তি সংস্থাগুলিকে সহায়তা মূল্য দেবে পশ্চিমবঙ্গ সরকার।

Advertisment

‘‘নিউটাউনে ২০০ একর জায়গার উপর যে তথ্যপ্রযুক্তি হাব গড়ে উঠছে, বিভিন্ন টেকনোলজি সংস্থাকে সেখানে নিজেদের সেট আপ তৈরির ব্যাপারে আকর্ষণ করার  জন্য সুবিধজনক দর দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য।’’ তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন এ কথা জানিয়ে বলেছেন, ‘‘এ ব্যাপারে শীঘ্রই সরকারি সিদ্ধান্ত ঘোষিত হবে।’’

আরও পড়ুন, চাঁদে প্রথম পর্যটক হতে চলেছেন জাপানের শিল্পপতি উসাকু মাইজাওয়া

সি আই আই আয়োজিত এক অনুষ্ঠানে দেবাশিস সেন জানান, ‘‘কোয়ান্টাম কম্পিউটিং, ব্লক চেন, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টালেজেন্সের মতো যে সব বিষয় ক্রমশ উঠে আসছে, সে সব ক্ষেত্র গুলিতে রাজ্য সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধছে। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, আই আই টি- খড়গপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়।’’

তিনি বলেছেন, স্টার্ট আপ সহ বিভিন্ন টেকনোলজি সংস্থাকে এ রাজ্যে ইউনিট খোলার ব্যাপারে একটি প্ল্যাটফর্ম দিচ্ছে রাজ্য সরকার।

গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

Advertisment