আবারও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। সদ্য অমিত মিত্রকে রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই অমিত মিত্রকে চিঠি দিয়ে BGBS নিয়ে রীতিমতো তোপ দেগেছেন ধনকড়। BGBS নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ ধনকড়ের। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে আবারও শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন রাজ্যপাল। টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই শ্বেতপত্র প্রকাশ করতে বলেছেন জগদীপ ধনকড়।
আবারও রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে আবারও শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে গত দু'বছর BGBS-এর আয়োজন করেনি রাজ্য সরকার। তবে আপাতত রাজ্যের করোনা পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে।
এবছর ফের BGBS-এর আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের তরফে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। ২০২২-এর ২০-২১ এপ্রিল অনু্ঠিত হতে চলেছে এই সম্মেলন। এবারও দেশ-বিদেশের শিল্পপতি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিতে আসবেন।
আরও পড়ুন- বিজেপিকে বিদায় জানাচ্ছেন তথাগত! শনিবার সাতসকালে জল্পনা বাড়াল টুইট
এর আগেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন ধনকড়। ফের একবার সেই একই দাবি রাজ্যালের। রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে রীতিমতো তোপ দেগেছেন রাজ্যপাল।
সেই চিঠিও টুইটারে আপলোড করেছেন ধনকড়। দিন কয়েক আগেই রাজ্যে বিনিয়োগ আনতে রাজ্যপালকেও উদ্যোগী হতে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বার্থে সবরকম সহায়ক ভূমিকা পালনে রাজি বলেও পাল্টা জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই আবহেই এবার নয়া সংঘাত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন