WBJEE: রাজ্য জয়েন্টের রেজাল্ট আজই, কীভাবে জানবেন ফলাফল?

আজ প্রকাশিত হবে এ রাজ্যের  জয়েন্ট এন্ট্রেন্সের (WBJEE 2018) ফলাফল। দুপুর দুটোয় একটি সাংবাদিক বৈঠকে জানানো হবে রেজাল্ট। তারপর বিকেল চারটে থেকে রাজ্য জয়েন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ দেখা যাবে রেজাল্ট।

আজ প্রকাশিত হবে এ রাজ্যের  জয়েন্ট এন্ট্রেন্সের (WBJEE 2018) ফলাফল। দুপুর দুটোয় একটি সাংবাদিক বৈঠকে জানানো হবে রেজাল্ট। তারপর বিকেল চারটে থেকে রাজ্য জয়েন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ দেখা যাবে রেজাল্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
WBJEE 2018 Result Live:

WBJEE 2018 Result: প্রকাশ হল জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ফল ।

আজ বুধবার প্রকাশিত হবে এ রাজ্যের  জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE 2018) ফলাফল। দুপুর দুটোয় সাংবাদিক বৈঠকে জানানো হবে রেজাল্ট। এরপর বিকেল চারটে থেকে এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা, এবং চারটের পর তাঁদের র‌্যাঙ্ক কার্ডও দেখতে পাবেন www.wbjeeb.in ওয়েবসাইটে।

Advertisment

wbjee-759 (1)

গত ২২ এপ্রিল এ রাজ্যে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর তার ঠিক একমাসের মধ্যেই প্রকাশিত হচ্ছে পরীক্ষার ফলাফল। এ বছর মোট ৩৩৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১.২৫ লক্ষ পরীক্ষার্থী।

এই পরীক্ষায় পাশ করলে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ সমেত আর্কিটেকচার এবং ফার্মেসিতে রাজ্যের বিভিন্ন কলেজে ডিগ্রি কোর্স করতে পারে।

Advertisment

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির কলেজগুলিতে মোট ৩৭,৫৯৩ টি আসনের মধ্যে ৪২ শতাংশই খালি রয়ে গেছে।

WBJEE 2018