LAC Stand-off: দেশের বাহ্যিক হুমকির জবাব দিতে প্রস্তুত ভারতীয় বায়ু সেনা। মঙ্গলবার এই দাবি করেছেন আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। ঘুরিয়ে এদিন তিনি চিন এবং পাকিস্তানকেই ইঙ্গিত করেছেন। এমনটাই আইএএফ সুত্রে খবর। তাঁর দাবি, ‘সীমান্ত এলাকায় চিনের যে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে, তার প্রভাব ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে পড়বে না।‘
সম্প্রতি লাদাখ এবং অরুণাচল প্রদেশে চিনা সেনার সম্ভার বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান। সেই প্রসঙ্গে এদিন বায়ুসেনা প্রধান বলেছেন, ‘যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। তিব্বতের তিনটি এয়ার বেসে সম্ভার বাড়াচ্ছে চিন। আমরা এই সম্ভার মোকাবিলায় প্রস্তুত। তবে উঁচু পাহাড়ি এলাকায় চিনের সামরিক অভিযানের প্রস্তুতি এখনও দুর্বল।‘
তাঁর দাবি, ‘চিন এবং পাকিস্তানের যৌথ বোঝাপড়া আতঙ্কের কারণ নেই। তবে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত যে আদান-প্রদান, সেটা উদ্বেগের কারণ।‘ এদিকে, রাষ্ট্রসঙ্ঘে ফের পাকিস্তানকে একহাত নিলেন ভারতের দূত। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী কাউন্সিলর পাকিস্তানকে বিশ্বের 'অস্থির রাষ্ট্র' বলে কটাক্ষ করেছেন। এ অমরনাথ বলেছেন, ‘যাদের বিরুদ্ধে অবৈধ ভাবে পরমাণু প্রযুক্তি এবং দ্রব্য পাচারের অভিযোগ রয়েছে, তাদের থেকে জ্ঞান শুনবে না ভারত। মিথ্যাচার এবং একাধিক গোষ্ঠী দ্বারা গৃহীত সংকল্প লঙ্ঘনে সিদ্ধহস্ত পাকিস্তান।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন