/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-92.jpg)
প্রাণ ফিরে পেয়ে চুম্বন মহিলা সেনা আধিকারিককে
' সদা আমরা যত্নশীল' একটা ট্যুইট যা মন জিতে নিয়ে নিয়েছে তামাম বিশ্বের। সোমবারের বিধ্বংসী ভূমিকম্প এবং আফটারশকের পর তুরস্কের পাশাপাশি সিরিয়াকে সাহায্য করার জন্য ভারত 'অপারেশন দোস্ত' চালু করেছে। ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন দোস্ত' কীভাবে তুরস্ক ও সিরিয়ায় অসহায় মানুষের জীবন বাঁচাচ্ছে, সেই ছবি দেশের পাশাপাশি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবিতে দেখা যাচ্ছে এক তুর্কি মহিলাকে উদ্ধারের পর মহিলা ভারতীয় সেনা অফিসারের গালে একটি চুম্বন দিচ্ছেন। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ভারতীয় সেনাবাহিনী সকলের মন জয় করছেন। ভারতীয় সেনাবাহিনী এই দুই মহিলার ছবি ক্যাপশন সহ শেয়ার করেছে, "আমরা যত্নশীল", নিখুঁতভাবে দ্রুত উদ্ধারের ঠিক পরের মুহূর্ত"….! তুরস্ক ও সিরিয়ায় ভবাবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা ২১,০০০ ছাড়িয়েছে।
Indian @NDRFHQ teams have now reached Gaziantep and commenced search and rescue operations.
Wish them the very best in their efforts.
#OperationDostpic.twitter.com/SG9JCvQWuU— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 8, 2023
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজারের বেশি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ধ্বংসস্তূপের স্তূপ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর মৃতদেহ। একই সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। রাতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকার্য বন্ধ রাখতে হচ্ছে। ভারত ত্রাণ সামগ্রী, একটি' মোবাইল হাসপাতাল' এবং এনডিআরএফ টিম পাঠিয়েছে।
আরও পড়ুন : < পূর্ণ ক্ষমতায় কাজ করবে শীর্ষ আদালত, বড় সিদ্ধান্ত কেন্দ্রের >
The army field hospital in Iskenderun, Hatay, Türkiye has started functioning with running Medical, Surgical & Emergency Wards; X-Ray Lab & Medical Store. @adgpi team will work 24 x 7 to provide relief to the affected people.#OperationDosthttps://t.co/D9ATv2rfAVpic.twitter.com/zFFI85t2sG
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 9, 2023
তুরস্ক-সিরিয়াকে সাহায্য করতে এগিয়ে এল বিশ্বব্যাংক তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে বিশ্বের একাধিক দেশ। এখন পর্যন্ত ৭০টির বেশি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। আমেরিকা উভয় দেশকে ৮৫ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।
৬ ই ফেব্রুয়ারি, ভোররাতে তুরস্কে ৮.৭ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ। যদিও এর তীব্রতা এত বেশি ছিল যে সিরিয়াতেও এর প্রভাব দেখা গেছে। উদ্ধারকাজ যেমন এগিয়ে চলেছে, মৃতের সংখ্যাও বাড়ছে। ধ্বংসস্তূপের স্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া এখনও চলছে।
Under #OperationDost, India is sending search and rescue teams, a field hospital, materials, medicines and equipment to Türkiye and Syria.
This is an ongoing operation and we would be posting updates. pic.twitter.com/7YnF0XXzMx— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 8, 2023
তুরস্ক ও সিরিয়াকে সাহায্য করতে ভারত ‘অপারেশন দোস্ত’ অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে ভারত থেকে ৩টি NDRF টিম তুরস্কে পৌঁছেছে। এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেছেন, ভারত তুরস্কে চারটি বিমান পাঠিয়েছে, দুটিতে এনডিআরএফ দল এবং দুটি সি-17 মেডিকেল টিম উদ্ধার অভিযানে ইতিমধ্যে অংশ নিয়েছে।
তিনি বলেন, আমরা সিরিয়ায় চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামসহ একটি সি-১৩০ বিমান পাঠিয়েছি। তুরস্ক এবং সিরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ইতিমধ্যে ২৫০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ১৩৫ টন ওজনের বিশেষ সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও তুরস্কে পৌঁছেছে। এছাড়াও, ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ৩০ শয্যার 'ফিল্ড হাসপাতালের' জন্য কর্মী ও সরঞ্জাম পাঠানো হয়েছে। MEA-এর তরফে বলা হয়েছে হাসপাতালটি একটি সম্পূর্ণ কার্যকরী অপারেশন থিয়েটার এবং এক্স-রে এবং ভেন্টিলেটরের মতো সুবিধা রয়েছে। এনডিআরএফ দলগুলি গাজিয়ানটেপে উদ্ধার অভিযান চালাচ্ছে তখন মেডিকেল দল ইস্কেন্ডারুনে ফিল্ড হাসপাতাল গড়ে আর্তদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে। সংবাদ সম্মেলনে এনডিআরএফের প্রধান অতুল কারওয়াল বলেন, বাহিনী আরও দল পাঠাতে প্রস্তুত।