Supreme Court On NEET-UG: NEET প্রশ্ন ফাঁস নিয়ে সুপ্রিম কোর্ট আজ NEET UG মামলার রায় দিয়েছে। আদালত বলেছে যে NEET-UG 2024 প্রশ্ন ফাঁস কোন পদ্ধতিগত ব্যর্থতা নয়। আদালত বলেছে, প্রশ্ন ফাঁসের ঘটনা বড় পরিসরে হয়নি। ফাঁসের বিষয়টি শুধু পাটনা ও হাজারীবাগেই সীমাবদ্ধ ছিল। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আর পরীক্ষা নেওয়া হবে না।
সুপ্রিম কোর্ট আজ (২রা আগস্ট) NEET UG মামলার বিস্তারিত রায় দিয়েছে। আদালত বলেছে, সব যুক্তি-তর্ক শুনানির পর এই সিদ্ধান্তে এসেছে যে, প্রশ্ন ফাঁসের ঘটনা কোনো পদ্ধতিগত ব্যর্থতা নয়। আদালত বলেছে, পেপার ফাঁসের ঘটনা বড় পরিসরে হয়নি।
প্রশ্ন ফাঁসের বিষয়টি শুধু পাটনা ও হাজারীবাগেই সীমাবদ্ধ ছিল। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আর পরীক্ষা নেওয়া হবে না। আদালত বলেছিল যে পরীক্ষার পবিত্রতা লঙ্ঘন হয়েছে এমন যথেষ্ট প্রমাণ নেই। উল্লেখ্য NEET UG পরীক্ষা ৫ মে অনুষ্ঠিত হয়েছিল। এরপর ৮ জুন এর ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর বহু শিক্ষার্থী পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।
NEET পেপার ফাঁস মামলায় চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট। NEET পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এনটিএ-র ভুমিকা নিয়েও এদিন সমালোচনা করেছে শীর্ষ আদালত। এনটিএকে এদিন একাধিক নির্দেশিকাও দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এনটিএকে বলেছে যে আসন্ন পরীক্ষাগুলিতে আরও বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
কী বলল সুপ্রিম কোর্ট?
সুপ্রিম কোর্ট এনটিএ-কে বেশ কয়েকটি নির্দেশিকা দিয়েছে যাতে বলা হয়েছিল যে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরিচয় নিশ্চিত করার জন্য এনটিএকে ব্যবস্থা নিতে হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য প্রশ্নপত্র সংরক্ষণের জন্য SOP প্রস্তুত করতে হবে। আদালত বলেছে যে NTA ভবিষ্যতে এই ধরনের অবহেলা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। তাকে এড়িয়ে চলতে হবে। তবে আদালত এও বলেছে যে, আমাদের উপসংহার হচ্ছে প্রশ্ন ফাঁস পদ্ধতিগত নয়। প্রশ্ন ফাঁস বড় আকারে ঘটেনি, তাই আমরা NEET এর পুনঃপরীক্ষার দাবি প্রত্যাখ্যান করছি। আদালত তার সিদ্ধান্তে আরও বলেছে যে যদি কারও অভিযোগ এই সিদ্ধান্তে নিষ্পত্তি না হয় তবে তিনি হাইকোর্টে আবেদন করতে পারেন।
আরও পড়ুন - < Droupadi Murmu: কেন্দ্র-রাজ্য সংঘাতে ত্রাতা সোশ্যাল মিডিয়া? রাজ্যপালদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ >
সুপ্রিম কোর্ট বলেছে যে NEET-UG পরীক্ষায় কোনও পদ্ধতিগত লঙ্ঘন হয়নি, অর্থাৎ এই পরীক্ষায় কোনও পদ্ধতিগত অনিয়ম পাওয়া যায়নি। পাটনা ও হাজারীবাগের দুটি কেন্দ্রেই প্রশ্ন ফাঁস হয়েছে। আদালত এনটিএ নিরীক্ষণের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে NEET-এর জন্য SOP প্রস্তুত করতে বলেছে। সাইবার নিরাপত্তার ত্রুটিগুলিও চিহ্নিত করার নির্দেশ দিয়েছে আদালত । আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটির কাছে জবাব চাওয়া হয়েছে। ২২ শে জুন, কেন্দ্রীয় সরকার NTA-এর পুরো সিস্টেমের তদন্তের জন্য প্রাক্তন ISRO চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের ঘোষণা করেছিল। এই কমিটিকে ৮ দফা নিয়ে কাজ করতে বলেছেন আদালত।
পরীক্ষা বাতিল হলো না কেন?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা পরিচালনায় কোনো পদ্ধতিগত ত্রুটি পাওয়া যায়নি। পরীক্ষা বাতিল হলে পরীক্ষায় অংশগ্রহণকারী লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতো। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। এমতাবস্থায় পূর্ণাঙ্গ তদন্ত ও সব বিষয় বিবেচনা করে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।