Advertisment

'Corona-র দ্বিতীয় ঢেউ আমাদের থামাতেই হবে', মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উদ্বেগ মোদীর

এদিন তিনি, 'ওষুধ আর সতর্কতা' পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এই বৈঠকে বাংলা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Cares Fund Allocation, Oxygen, Concentrator, Prime Minister, Goa, Maharshtra

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা সংক্রমণ বেড়ে চলায় উদ্বিগ্ন কেন্দ্র। এই আবহে এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'করোনার দ্বিতীয় ঢেউ রুখতেই হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ক্ষতির কারণ না হয়। মাস্ক পরে বাধ্যতামূলক করুন। এখন মাইক্রো কনটেইনমেন্ট জোন চিহ্নিত করে সংক্রমণে বাধ আনুন। কে কত বড় প্রশাসক, এটাই দেখানোর সময়।'

Advertisment

তাঁর দাবি, ' মহারাষ্ট্র, পঞ্জাবের মুখ্যমন্ত্রী সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে বাড়ছে সংক্রমণ। মাস্ক নিয়ে প্রশাসন আরও সতর্ক হোক। এখনই পদক্ষেপ না নিলে বাড়বে সংক্রমণ। কিছু সেফ জোনে বাড়ছে সংক্রমণ। কিছু জায়গায় ১৫০% বেড়েছে সংক্রমণ। সংক্রমিতের দ্রুত খুঁজে বের করতে হবে।'

তাঁর পরামর্শ, 'ছোট শহরে নমুনা পরীক্ষার বহর বাড়ান। সিরাম নমুনা পরীক্ষা করুন। গ্রাম ভারতে সংক্রমণ যাতে না পৌঁছয় নিশ্চিত করুন। সব রাজ্যে অরটিপিসি টেস্ট জরুরি। কিছু রাজ্যে অ্যান্টিজেন টেস্টে জোর দিতে হবে।'

তিনি প্রশ্ন তোলেন, 'তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে টিকা নষ্ট হচ্ছে। উত্তর প্রদেশে একই অবস্থা! কেন টিকা নষ্ট হচ্ছে? এটা রাজ্য প্রশাসনের দেখা উচিত। একটা ভ্যাকসিন নষ্ট মানে একজনের অধিকার নষ্ট।'

তিনি মুখ্যমন্ত্রীদের বলেছেন, 'আর কীভাবে সংক্রমণ রোধ সম্ভব আপনারা রিপোর্ট পাঠান। আমার দফতর আর স্বাস্থ্য মন্ত্রক সেই পরামর্শ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'

এদিন তিনি, 'ওষুধ আর সতর্কতা' পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এই বৈঠকে বাংলা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। তার আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটি ছিল ২৫১। মঙ্গলবারের প্রকাশিত বুলেটিনে ২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৭৮ হাজার ৮৫৩। মোট মৃত ১০,২৯৭।

দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪২ টি করোনা টেস্ট হয়েছে। একদিনে সুস্থ হয়েছে ২৪২ জন। তবে একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যাও বৃদ্ধি হয়েছে। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৮%। রাজ্যে এ পর্যন্ত ৮৮ লক্ষ ৫৭ হাজার ৩৮৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

COVID-19 Prime Minister India Corona Second wave
Advertisment