মাস্ক হল ‘সুরক্ষা কবচ।’ যিনি মাস্ক পরেছেন তাঁকে এবং তাঁর পার্শ্ববর্তী প্রত্যেককেই এটা রক্ষা করে। তাই গাড়িতে একা থাকলেও মাস্ক পরতে হবে বলে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
মাস্ক না পরে একা গাড়ি চড়লে জরিমানা নিচ্ছিল দিল্লি প্রশাসন। সেই জরিমানার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একাধিক আবেদন করেন আইনজীবী সৌরভ শর্মা। আবেদনকারীর জানিয়েছিলেন, এক গাড়িতে থাকলে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। স্বাস্থ্যমন্ত্রক এমনটাই জানিয়েছিলো।
এদিন অবশ্য সেই আবেদন খারিজ করেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি পিএম সিং। রায় দেওয়ার সময় বিচারপতি সিং বলেছেন, 'মহামারী বিরাট আকারে ছড়াচ্ছে, তাই টিকাপ্রাপ্ত এবং টিকা অপ্রাপ্ত- প্রত্যেকেরই মাস্ক পরা দরকার। বিজ্ঞানীরাও মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন।' আদালত জানায়, গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে অরক্ষিত মুখে চালক গাড়ির জানালা খুললেও করোনা সংক্রমিত হতে পারে। তাই একা গাড়িতে থাকলেও মাস্ক পরতে হবে।
মাস্ক না পরায় জরিমানা নিয়ে শুধুমাত্র একটি নয় একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আবেদনগুলির শুনানি চলাকালীন স্বাস্থ্যমন্ত্রক জানায়, গাড়িতে একা থাকলে মাস্ক পরা না পরার বিষয়ে কোনও নির্দেশিকা দেয়নি তারা। যেহেতু স্বাস্থ্য রাজ্যের বিষয়, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি প্রশাসন। দিল্লি সরকার জানায়, গাড়ি চালানোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক, সে নির্দেশ গত বছরের এপ্রিল মাসেই দেওয়া হয়েছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন