শহর কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

গরমে হিমশিম অবস্থা থেকে স্বস্তির আশা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

গরমে হিমশিম অবস্থা থেকে স্বস্তির আশা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather 26

ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গে

সন্ধের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

অবশেষে আসছে স্বস্তির বৃষ্টি। আজ কলকাতায় ফের বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে এ শহরে। ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু কলকাতা নয়,  হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা গেছে।

Advertisment

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: রাজ্যের প্রস্তাব মতোই ১৪ মে একদফায় ভোট, গণনা ১৭ মে

অন্যদিকে সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলির মতো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে, আবহাওয়া দফতরের উপগ্রহ মানচিত্রে ধরা পড়েছে।

Advertisment

গত কয়েকদিন ধরে গরমে হিমশিম অবস্থা রাজ্যবাসীর। এদিনের আবহাওয়া দফতরের পূর্বাভাসে আদৌ স্বস্তি মিলবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

weather