পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ ফের বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। দুপুরের দিকে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ও  রয়েছে ।

আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। দুপুরের দিকে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ও  রয়েছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
WhatsApp Image 2018-05-15 at 10.46.23 AM

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। ছবি- আবহাওয়া দফতর সূত্রে।

গত রবিবার প্রবল ঝড়বৃষ্টির পর আজ ফের এরাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। বিভিন্ন এলাকায় আকাশের মুখ আজ সকাল থেকেই ভার। দুপুরের দিকে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ও  রয়েছে ।

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ধেয়ে আসছে ঝড়। আগামী কয়েক  ঘণ্টার  মধ্যেই  ৪০ থেকে ৫০ কিলোমিটারের বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা এদিন সকালেই জারি করেছে  হাওয়া অফিস। আজ সকাল ১১টার খানিক পর থেকেই এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত শুরু হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে আজ ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ঐ এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

weather kolkata