পঞ্চায়েতের গণনা মিটতে না মিটতেই রাজ্যে ধেয়ে আসতে পারে ঝড়। রাজনৈতিক নয়, নেহাৎই প্রাকৃতিক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভোর রাত থেকেই ঠান্ডার আমেজ অনুভূত হয়েছে। বুধবার কলকাতা ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের কয়েকটি জেলায়।