ক’দিনের টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ স্বস্তির নি:শ্বাস ফেললেও, গতকাল থেকে আবারও গরমে ঘামতে শুরু করেছে কলকাতা। রবিবারও চড়া রোদে ছাতা দিয়ে মাথা বাঁচাতে হয়েছে শহরবাসীকে। এহেন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবারও যখন বৃষ্টির অপেক্ষায় বসে রয়েছে দক্ষিণবঙ্গ, ঠিক তখনই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলেও, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনার কথাও বলল না হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন, Rain Forecast: বর্ষার প্রকোপে শুরু থেকেই নাকাল রাজ্যবাসী
গত সপ্তাহেই টানা বর্ষণে দুর্ভোগের শিকার হন কলকাতাবাসী। বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যায়। শুধু কলকাতাই নয়, যমজ শহর হাওড়ারও বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বজ্রপাতে এ রাজ্যে পাঁচজনের মৃত্য়ুও হয়। প্রথমে এ রাজ্যে কলকাতায় বর্ষা এলেও, বৃষ্টি সেভাবে না হওয়ায় দাবদাহের শিকার হন শহরবাসী। কড়কড়ে গরমে হিমশিম খেতে হয় শহরবাসীকে। বর্ষা দুর্বল হয়ে পড়ায় ও রাজ্যে উষ্ণ পশ্চিমি বায়ুর হানার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তাপমাত্রা। এরপরই আবার ফর্মে ফেরে বর্ষা, যার জেরে টানা কয়েকদিন বৃষ্টি হয় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। তবে সেই বৃষ্টির পর গত ক’দিন ধরে আবারও গরমের দাপট বাড়ায় নতুন করে অস্বস্তিতে পড়েছেন শহরবাসী। ফলে, আবার কবে বৃষ্টির দেখা মিলবে, সে নিয়ে আপাতত অপেক্ষায় দক্ষিণবঙ্গ।