নাজেহাল গরম থেকে আজ কিছুটা হলেও রেহাই পেতে পারে রাজ্যবাসী। কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গেছে।
আরও পড়ুন, পচা মাংসকাণ্ডের তদন্তে গঠিত হবে উচ্চ পর্যায়ের কমিটি, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচার! এসটিএফের হাতে ধৃত ৬
তবে কলকাতায় এখনও কোনও বৃষ্টির পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা থাকলেও অস্বস্তি রয়েছে। বুধবারও গরমে হাঁসফাঁস করেছে কলকাতাবাসী।