বিকেলের মধ্যে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনায় বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, ভাগাড়ে পচা মাংসকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, জড়িত পুরকর্মীরাও!
এদিন রাজ্যের কিছু জেলায় ঝড়বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের আগের পূর্বাভাস মতো মালদহে তুমুল বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন, কলকাতা মেট্রো: বিতর্কিত উপদেশ দিয়ে কমেন্ট ডিলিট করল কর্তৃপক্ষ
তবে কলকাতায় এদিন বৃষ্টি হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর। ক’দিন আগেই ফের জোড়া ঝড়ের কবলে পড়েছিল কলকাতা। সোমবার সকালেও কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়। যার জেরে অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই পান রাজ্যবাসী।