এল সূর্যের দিন, ভ্যাপসা গরমের দিন। গনগনে রোদের ঝলক উঁকি দিয়ে জানান দিচ্ছে গরম বেড়ে যাওয়ার কথা। বৈশাখে পা রাখতেই তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। পাশাপাশি সমান তালে বাড়ছে গরমের অস্বস্তি। এখন প্রশ্ন, এবার কেমন পরিমাণ বৃষ্টি হতে পারে দেশ জুড়ে?
একদিকে শোনা যাচ্ছে এবছর ঘাটতি থাকবে বৃষ্টিতে। তবে প্রশান্ত মহাসাগরীয় পূর্বাঞ্চলে অবস্থিত 'এল নিনো'-র দুর্বলতার আশঙ্কা থাকলেও বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)।
আরও পড়ুন: ব্যথাহীন জীবনের আখ্যান ভাবাচ্ছে চিকিৎসকদের
প্রতিবছরই গ্রীষ্মেই বছরের বর্ষার গতিবিধির পূর্বাভাস দিয়ে দেয় আবহাওয়া দফতর। সোমবার হাওয়া অফিস জানিয়েছে, এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত হবে দেশ জুড়ে। হাওয়া অফিসের উচ্চপদস্ত কর্মকর্তা জানান, জুন থেকে সেপ্টেম্বর মাসে দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের ৯৬ শতাংশ ভারী বৃষ্টি হতে পারে। ১৯৫১ থেকে ২০০০ সালের মধ্যে দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাত ৮৯ সেন্টিমিটার।
দেশের পৃথ্বী বিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, "ওয়েদার মডেল অনুযায়ী, আগামী কয়েক মাসে এল নিনোর প্রভাব কমতে থাকবে। জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে এরকমটা হবে আশা করছি আমরা, কিন্তু আমরা প্রতিনিয়ত এল নিনোর গতবিধির ওপর নজর রাখছি।"
মরশুমের প্রথম দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টির হার কমবে, কিছুটা গত মরশুমের মতোই। এখনও বৃষ্টিপাতের আঞ্চলিক বিতরণের বিস্তারিত বিবরণ দেয় নি আবহাওয়া দপ্তর, দেশের সব অঞ্চলেই বৃষ্টির বিতরণ মোটামুটি সমান থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের পীড়িত কৃষক সম্প্রদায়।
Read the full story in English