Advertisment

একেবারে ভুল পদক্ষেপ ভারতের, উইচ্যাট নিষিদ্ধ করায় প্রতিক্রিয়া বেজিংয়ের

'চিন নিজের দেশের সংস্থার বৈধ আইনি অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় সুরক্ষা পক্ষে ক্ষতিকারক বলে জুন মাসে ৫৯ চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে দিল্লি। পরের পর্যায়ে গত শুক্রবার আরও ৪৭টি চিনা ক্লোন অ্যাপকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এ দেশের নিষিদ্ধ জনপ্রিয় অ্যাপের তালিকায় টিক টক, হ্যালোর মতই রয়েছে উইচ্যাট। ভারতের পদক্ষেপ অসন্তুষ্ট বেজিং। উইচ্যাট নিষিদ্ধ করায় কূটনীতিক প্রতিবাদ জানিয়েছে চিন। দিল্লিকে 'ভুল শুধরে নেওয়ার' পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেশীর পক্ষ থেকে।

Advertisment

ভারতের চিনা দূতাবাসের তরফে বিদেশমন্ত্রকে কূটনীতিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্র মারফত জানতে পেরেছে।

চিনা দূতাবাসের মুখপাত্র জি রং বলেছেন, '২৯ জুন ভারত চিনের ৫৯ মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। এরমধ্যে উইচ্যাটও রয়েছে। দিল্লির এই পদক্ষেপ চিনা কোম্পানিগুলোর বৈধ আইনি অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে ক্ষতি করেছে। এ প্রসঙ্গে চিনের তরফে ভারতেকে অবহিত করা হয়েছে এবং দিল্লিকে ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছে।'

জি রং-য়ের সংযোজন, 'আমি বলতে চাই যে চিনা প্রশাসন নিরবিছিন্নভাবে সে দেশের সংস্থাগুলোকে আন্তর্জাতিক বিধি ও স্থানীয় আইন মেনে চলতে বলে। ভারতেরও দায়িত্ব রয়েছে বাজার-নীতি মেনে চিনা সহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আইনি অধিকার সুরক্ষিত করার। '

'বাস্তবসম্মত পারস্পরিক সমঝোতা উভয় দেশের পক্ষেই লাভজনক' বলে জানিয়েছেন ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র জি রং। এরপরই হুঙ্কারের সুরে তিনি বলেছেন, 'এই ধরনের ইচ্ছাকৃত হস্তক্ষেপ সহযোগিতার ক্ষেত্রে ভারতের স্বার্থ বিঘ্নিত করবে। চিন নিজের দেশের সংস্থার বৈধ আইনি অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করবে।'

গত শনিবার থেকে উইচ্যাট ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে- 'ভারতীয় আইন অনুসারে আমরা এই মুহুর্তে আপনার কাছে উইচ্যাট সরবরাহ করতে পারছি না। আমরা আমাদের প্রত্যেক ব্যবহারকারীকে সম্মান দিয়ে থাকি ও তাঁদের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি ও ভবিষ্যতে পরিষেবা ফের চালু করতে সক্ষম হব বলে আশা করছি।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India china india china standoff
Advertisment