Advertisment

'ধর্ম নয়, ভালবাসাই যথেষ্ট' লাভ জিহাদের তোয়াক্কা না করেই বিয়ে সারলেন মুসলিম পাত্র

উত্তরপ্রদেশে লাভ জিহাদের বিরুদ্ধে ধর্মান্তরিত না করার যে কঠোর আইন রয়েছে সেই মোতাবেক হাজির হয় পুলিশ। বাধা দেওয়া হয় বিয়েতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Love Jihad, লাভ জিহাদ

প্রতীকী ছবি।

লখনউয়ের একটি কলোনির ঘটনা। প্রতিবেশি হিন্দু মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে ঠিক হয়েছিল মুসলিম পাত্রের। কিন্তু উত্তরপ্রদেশে লাভ জিহাদের বিরুদ্ধে ধর্মান্তরিত না করার যে কঠোর আইন রয়েছে সেই মোতাবেক হাজির হয় পুলিশ। বাধা দেওয়া হয় বিয়েতে। কিন্তু ভালবাসার জেদের কাছে ধর্মকে আমল দিল না দুই পরিবারের কেউই।

Advertisment

পাঁচ বছর ধরে একে অপরকে ভালবাসেন এই যুগল। দুই পরিবারের তরফে জানান হয় যে এই আইন আসার অনেক আগে থেকে ঠিক হয়েছে এই বিয়ে। পাত্র পেশায় ওষুধ ব্যবসায়ী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, "এখানে ধর্মান্তরের কোনও প্রশ্নই নেই। ভালবাসাটাই সব। আমরা দু'জন একে অপরকে ভালবাসি। আমরা যা সেটাই মেনে নিয়েছি। আমার স্ত্রী হিন্দু তাই সেই ধর্ম আমিও মেনেছি।"

নভেম্বরের ২৮ তারিখ এই বিয়ে সম্পন্ন হয়। পাত্র ২৪ এবং পাত্রী ২২। নিজের ইচ্ছেয় এবং পরিবারের মত নিয়েই এই বিয়ে হয়েছে তাই কোনও এফআইআর দায়ের করেনি আন্দোলনকারীরা। মুসলিম এবং হিন্দু উভয় ধর্ম মেনেই এই বিয়ে হয়েছে। পুলিশের তরফে জানান হয়েছে যে আইনের নিয়ম এই দম্পতিকে মানতে হবে।

এদিকে বুধবার হিন্দু মহিলাকে ধর্মান্তরণের জন্য জোর করার অভিযোগে ২১ বছর বয়সী ওয়াইস আহমেদকে গ্রেফতার করল বরেলি পুলিশ। রবিবার যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তরুণীর বাবার অভিযোগ, ওয়াইস তাঁর মেয়ের ধর্মান্তরণ করার জন্য জোর দিচ্ছেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Love Jihad
Advertisment