Advertisment

অনবদ্য! মহম্মদ শামির শ্রেষ্ঠত্বে শিলমোহর খোদ প্রধানমন্ত্রী মোদীর, ফাইনালের শুভেচ্ছা

মহম্মদ শামিকে শুভেচ্ছায় ভরালেন খোদ প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
"India vs New Zealand, India vs New Zealand Live Score, India vs New Zealand World Cup 2023, World Cup 2023 Live, ICC Men's ODI World Cup 2023, Cricket World Cup 2023, IND vs NZ, IND vs NZ Live Score, IND vs NZ World Cup 2023, IND vs NZ Semi Final 2023, Wankhede Stadium Mumbai, Live Cricket Score, Live Score, India vs New Zealand Semi Final 2023, World Cup 2023 1st Semi-Final, Indian Express World Cup 2023, Rohit Sharma, Virat Kohli, Kane Williamson, Rachin Ravindra, Jasprit Bumrah, Mohammed Shami, Shubman Gill, Mohammed Siraj, Trent Boult, Daryl Mitchell, ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপ সেমিফাইনাল, ক্রিকেট বিশ্বকাপ, বিরাট কোহলি"

অনবদ্য! মহম্মদ শামির শ্রেষ্ঠত্বে শিলমোহর খোদ প্রধানমন্ত্রী মোদীর, টিম-ইন্ডিয়াকে ফাইনালের শুভেচ্ছা

সেই ওয়াংখেড়ে। সেই বিশ্বকাপ। ১২ বছর আগে ওয়াংখেড়ের এক রাত অমরত্ব দিয়ে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। বুধবারের রাত আরও একটা স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়ে গেল। বিরাট কোহলির শ্রেষ্ঠত্বে শিলমোহর দিয়ে গেল সেমিফাইনালের রাত। ৫০তম ওয়ানডে শতরান করে যিনি শচীনের সেঞ্চুরির মুকুট কেড়ে নিলেন। তাঁর-ই সামনে। সেই সঙ্গে এল শ্রেয়স আইয়ারের দুর্ধর্ষ শতরান। জোড়া হাফসেঞ্চুরি এবং মহম্মদ শামির ৭ উইকেট সমেত ভারত সেমিফাইনালের যুদ্ধ জিতে ফাইনালে পোঁছে গেল। ধোনিকে ইতিহাসে তুলে ধরা মাঠ বদলা নিল মাহির স্বপ্নভঙ্গের।

Advertisment

চার বছর আগে ম্যাঞ্চেস্টারের এক যুদ্ধে কিউইরা সেমি থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। রান আউট হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ধোনির সেই কান্নার জবাব মিলল ওয়াংখেড়েতে। তাঁর-ই স্বপ্নের মাঠে। প্রতিশোধের লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বজয়ী হওয়া থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে রইল। মহম্মদ শামি একাই ৭ উইকেট ছিনিয়ে নিয়ে ভারতের জয়যাত্রা মসৃণ করেন।  এবার শামিকে অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্কোরবোর্ডে পুঁজি ছিল ৩৯৭ রানের। সেই রান ডিফেন্ড করতে গিয়েই যে কালঘাম ছুটে যাবে ভারতের কে ভেবেছিল! ওয়াংখেড়েতে কয়েকদিন আগেই ওয়ানডের ইতিহাসে সর্বসেরা রান চেজ দেখেছিল। গ্লেন ম্যাক্সওয়েল অলৌকিক ইনিংস খেলে মুছে দিয়েছিলেন আফগানদের। পায়ে ক্র্যাম্প নিয়ে উড়িয়ে দিয়েছিলেন রশিদ-মুজিবদের।

সেই ম্যাচের রোমাঞ্চকর স্মৃতিই ফের ঘুরে ফিরে এসেছিল মুম্বইয়ে। আর ম্যাক্সওয়েলের মত অদৃশ্য জেদ নিয়ে আবির্ভূত হয়েছিলেন ড্যারেল মিচেল। যাঁর ব্যাটিং বিক্রমে ৩৯৭ রানের নিরাপদ স্টেশনকেও অনিশ্চিত দেখাল। ভারতের জয়কে সংশয়ের মেঘে ঢেকে দিয়েছিলেন তিনি একাই। মহম্মদ শামির শিকার হয়ে ফেরার আগে যিনি ১১৯ বলে ১৩৪ রানের সাইক্লোন ইনিংসে ভারতীয়দের বুকে হৃদকম্প এনে দিয়েছিলেন। শেষমেশ মহম্মদ শামি একাই তুলে নেন সাত উইকেট। ফাইনালের টিকিট পেয়ে যায় ভারত। দ্বিতীয় সেমিফাইনাল আজ কলকাতায়  মহারণ। মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদিকে ওয়াংখেড়ে ম্যাচ নিয়ে ট্যুইট করে শামির প্রশংসা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী।

মোদী এক্স-এ এক পোস্টে লিখেছেন, “অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স সেমিফাইনালকে আরও বিশেষ করে তুলেছে। আজকের ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপ জুড়ে শামির অনবদ্য বোলিং ক্রিকেটবিশ্ব চিরকাল মনে রাখবে। অনবদ্য বোলিং শামি!”

মোদীর পাশাপাশি এনসিপি সভাপতি শরদ পাওয়ার একটি এক্স-এ বিরাট কোহলি এবং মহম্মদ শামিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।  তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন। এই সাফল্য প্রত্যাশিত ছিল। বিরাট কোহলিকে তার রেকর্ডের জন্য এবং মহম্মদ শামিকে তার দুর্দান্ত বোলিংয়ের জন্য বিশেষ  অভিনন্দন। বিশ্বকাপ ফাইনালের জন্য শুভকামনা”!

modi
Advertisment