Advertisment

শান্তিপূর্ণ ভোটই চ্যালেঞ্জ কমিশনের, চতুর্থ দফায় কোন জেলায় কত বাহিনী?

প্রথম তিন দফাতেই ভোটে অশান্তির ছবি দেখছে বাংলার মানুষ। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও উঠেছে ভুড়ি ভুড়ি অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal fourth phase election central forces

বাংলার আট দফা ভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে মরিয়া নির্বাচন কমিশন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

বাংলার আট দফা ভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে মরিয়া নির্বাচন কমিশন। বাড়তি বাহিনী মোতায়েন থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু, প্রথম তিন দফাতেই ভোটে অশান্তির ছবি দেখছে বাংলার মানুষ। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও উঠেছে ভুড়ি ভুড়ি অভিযোগ। এত ব্যবস্থাসত্ত্বেও কেন এত অশান্তি? প্রশ্নের মুখে পড়তে হচ্ছে খোদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। তারপর শনিবার পাঁচ জেলায় ৪৪টি আসনে ভোট শান্তিপূর্ণ করতে কোমর বাঁধছে কমিশন। এই দফায় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে মোট ৯০০ কোম্পানি বাহিনী।

Advertisment

কোন কোন জেলায় কোন কোন আসনে ভোট?

চতুর্থ দফায় ভোট হবে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে। এছাড়াও দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।

এই পর্বে কোচবিহার জেলায় ভোট হবে - মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

আলিপুরদুয়ারের মোট চারটি আসনে বিধানসভা ভোট রয়েছে। কেন্দ্রগুলি হল, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

তৃতীয় পর্বে হাওড়ার বেশ কয়েকটি কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। চতুর্থ পর্বে ভোটগ্রহণ হবে ৯টি আসনে। কেন্দ্রগুলো হল, বালি, হাওড়া মধ্য, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া পূর্ব, জোমজুড়।

হুগলির ১০ আসনে শনিবার ভোটগ্হণ রয়েছে। যেসব কেন্দ্রে ভোট হবে সেগুলো হল, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুঁড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।

তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ভোগ্রহণ হচ্ছে মোট ৩ দফায়। গত পর্বের পর চতুর্থ দফায় এই জেলায় ভোট রয়েছে ১১ আসনে। কেন্দ্রগুলো হল, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।

কোন জেলায় কত বাহিনী মোতায়েন?

৯০০ কোম্পনির মধ্যে শুধু বুথ প্রহরাতে থাকবে ৭৯৩ কোম্পানি বাহিনী। বাকি ১০৭ কোম্পানি থাকবে নজরদারির দায়িত্বে। কলকাতা পুলিশ এলাকায় থাকবে ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারুইপুর পুলিশ জেলা ও ডায়মন্ডহারবার পুলিশ জেলায় মোতায়েন থাকবে ৪৫ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী।

আঁটোসাঁটো নিরাপত্তায় হাওড়ায় থাকবে ১৪০ কোম্পানি ও হুগলিতে ১৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কোচবিহারে ১৮৮ কোম্পানি বাহিনী থাকবে সুরক্ষার দায়িত্বে। এছাড়া আলিপুরদুয়ারে নিরাপত্তার দায়িত্বে থাকছে ১০৫ কোম্পানি বাহিনী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

central-force election commission West Bengal Election 2021 West Bengal Polls 2021 West Bengal Assembly Election 2021
Advertisment