WBCHSE HS 12th Result 2018: সম্ভবত ৮ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)-র সূত্রের খবর অনুযায়ী, জুন মাসের ৮ তারিখেই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল।

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)-র সূত্রের খবর অনুযায়ী, জুন মাসের ৮ তারিখেই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল।

author-image
IE Bangla Web Desk
New Update
HS

WBCHSE HS 12th result 2018: আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল)

WBCHSE HS 12th result 2018

Advertisment

অর্ণব মিত্র

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)-র সূত্রের খবর অনুযায়ী, জুন মাসের ৮ তারিখেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে এখনও পর্যন্ত কাউন্সিল তরফ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা করা হয়নি। কাউন্সিলের সভাপতি মহুয়া দাস জানান, গত বছরের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুনের ১০ তারিখের আগেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল।

ছাত্রছাত্রীরা রেজাল্ট জানতে পারবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে wbchse.nic.in, wbresults.nic.in, wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), examresults.net and indiaresults.com থেকে।

Advertisment

আরও পডুন: WBBSE 10th Result 2018: মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে এই দিন

এ বছর ৮,২৬,০২৯ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। চলতি বছর ১১ই এপ্রিল শেষ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর জলপাইগুড়ি এবং মালদায় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার সময় কড়া নিরাপত্তা ব্য়বস্থা গ্রহন করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের যাঁদের মধ্যে একজন শিক্ষকও ছিলেন।

Read More: West Bengal HS 12th result 2018: WBCHSE to declare Class 12 result on this date

প্রসঙ্গত, WBBSE বোর্ডের তরফের এক সূত্রের খবর চলতি বছর জুনের ৬ তারিখে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।

Education