১০ জুনের আগেই প্রকাশিত হবে চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। West Bengal Council of Higher Secondary Education-এর সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগামী ১০ জুনের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মে মাসের শেষ সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল প্রকাশের কথা ঘোষণা করা হয়নি বোর্ডের পক্ষ থেকে।
পরীক্ষার্থীরা নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে তাঁদের রেজাল্ট জানতে পারবেন:
wbresults.nic.in
wb.allresults.nic.in (এখনও চালু হয়নি)
examresults.net
indiaresults.com.
এই বছর ১১ এপ্রিল শেষ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮,২৬,০২৯।
প্রসঙ্গত, জলপাইগুড়ি এবং মালদায় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় কড়া নিরাপত্তা ব্য়বস্থা গ্রহন করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, এবং তদন্তেরও নির্দেশ দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে।