/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/winter.jpg)
এবার হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে গোটা দেশজুড়ে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শীত যে আসন্ন, তার ইঙ্গিত মিলল নভেম্বরের গোড়াতেই। মাসের শুরুতেই কলকাতা ও শহরতলীতে ভোর-রাতে শিরশিরানি ঠান্ডার আমেজ। কুয়াশার চাদরে মুড়েছে শহর তিলোত্তমার রাজপথ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারের থেকে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি নেমে গিয়েছে বুধবার।
গত ৫৮ বছরেও নাকি এত তাড়াতাড়ি শীতের প্রবেশ ঘটার ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যদিকে, দিল্লির তাপমাত্রাও জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত দিচ্ছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই এক ধাক্কায় কমতে শুরু করেছে তাপমাত্রা। সাধারণত এইসময়ে এমন ঠান্ডার আমেজ থাকে না বলেই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।
যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্য়ে ধীরে ধীরে পা রাখবে শীত। আগামী কয়েকদিন বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ থাকবে বলেই জানা গিয়েছে। তবে, নতুন করে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি, যথা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার ক্ষেত্রেও এমন আবহাওয়ার অন্যথা হবে না, বলে জানা গিয়েছে।