Advertisment

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস, কেমন থাকবে উত্তর?

বৃহস্পতিবার সকাল থেকেই তিলোত্তমায় তেমন বৃষ্টি হয়নি। উল্টে তেজ না থাকলেও রোদ্দুরের দেখা মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast 30 june 2023

আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আষাড়ের চেনা বৃষ্টি বুধবারই দেখেছে কলকাতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার কম, বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই তিলোত্তমায় তেমন বৃষ্টি হয়নি। উল্টে তেমন তেজ না থাকলেও রৌদ্দুরের দেখা মিলেছে। শুক্রবার কলকাতা সহ আশপাশের জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকলেও সপ্তাহ শেষে পারদ চড়বে। তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণের জেলাগুলিতে গরম কিছুটা বাড়বে।

Advertisment

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা বা সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমলেও শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ভিজবে উত্তরের জেলাগুলিও। শুক্রবার উত্তরের সব জেলাতেই বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাহাড় ও পার্শ্ববর্তী জেলাগুলোয় ধসের সম্ভাবনাও আছে। বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকার জলস্তর বাড়বে।

weather update Kolkata Weather West Bengal Weather Forecast weather Weather Forecast
Advertisment