আচমকা ইস্তফা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন কিশোর দত্ত। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপালও। ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন অ্যাডভোকেট জেনারেল। যদিও মেয়াদ শেষের বহু আগে আচমকা কিশোর দত্তের ইস্তফা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
Advertisment
হঠাৎই ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশাপাশি মুখ্যসচিব, আইন ও বিচারমন্ত্রীর কাছেও পদত্যাগের কপি পাঠিয়েছেন কিশোর দত্ত।
উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিশোর দত্ত। রাজ্যের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। নারদা, সারদা থেকে শুরু করে নন্দীগ্রাম মামলাতেও রাজ্যের হয়ে সওয়াল করেছেন কিশোর দত্ত। মঙ্গলবার সকালে আচমকা পদত্যাগপত্র পাঠিয়ে দেন কিশোর দত্ত।
স্বভাবতই হঠাৎ করে কিশোর দত্ত পদ ছাড়ায় শোরগোল পড়ে গিয়েছে আইনজীবী মহলে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে তাঁর মেয়াদ শেষের বহু আগেই পদ ছাড়লেন কিশোর দত্ত। এদিন রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগপত্র পেয়ে দ্রুত পদক্ষেপ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। টুইটে তিনি লিখেছেন, ''সংবিধানের ১৬৫ নম্বর ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসেবে সিনিয়র আইনজীবী শ্রী কিশোর দত্তের জমা জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে।''
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন