ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছে। আবেদনে গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে, সুপ্রিম কোর্ট বলেছে যে পিটিশন থেকে আবেদনকারীদের পরিচয় গোপন করা হবে।
জানুয়ারিতে প্রথম অবস্থান বিক্ষোভ করার পর, কুস্তিগির অলিম্পিক পদক বিজয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট - ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার যন্তর মন্তরে ফিরে আসেন। তারপর থেকে, ক্রীড়াবিদরা ব্রিজ ভূষণের বিরুদ্ধে নয়াদিল্লির কনট প্লেস থানায় পুলিশের অভিযোগ দায়ের করেছেন, তাঁর বিরুদ্ধে যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ করেছেন।
দিল্লি মহিলা কমিশনের কাছেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যার প্রধান স্বাতী মালিওয়াল বলেছেন, “একজন নাবালক সহ বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেছেন যে অভিযুক্ত ব্যক্তি কুস্তি সংস্থার দায়িত্বে থাকাকালীন তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির অপরাধে লিপ্ত হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনারের কাছে তাঁর চিঠিতে মালিওয়াল ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি করেছিলেন।
গত ২৩ জানুয়ারি ব্রিজ ভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের অভিযোগের সারবত্তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছিল৷ যে কমিটির প্রধান ছিলেন বক্সিং কিংবদন্তি মেরি কম। কমিটিকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারপর সেই কমিটির রিপোর্ট জমা পড়ে গেলেও তার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
মেরি কম ছাড়াও, পর্যবেক্ষক কমিটির অন্যান্য সদস্যরা হলেন অলিম্পিক পদক বিজয়ী-কুস্তিগির যোগেশ্বর দত্ত, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মিশন অলিম্পিক সেলের সদস্য তৃপ্তি মুরগুন্ডে, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের প্রাক্তন সিইও রাজেশ রাজাগোপালন এবং প্রাক্তন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক। (দল) রাধিকা শ্রীমান।