প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা এবং আন্তর্জাতিক স্তরে আর্থিক উন্নতির ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মোদী এই উপহারের চতুর্দশ প্রাপক। এই পুরস্কার হিসেবে তিনি নগদ ২০০০০০ মিলিয়ন ডলার পেয়েছেন। নমামি গঙ্গা কর্মসূচি (নির্মল গঙ্গা প্রকল্প)-তে এই অর্থ প্রদানের কথা ঘোষণা করে দিয়েছেন মোদী। পুরস্কারপ্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ও কর্মের উপর একটি শর্ট ফিল্মও দেখানো হয়েছে।
ওই অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপক ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ”গত পাঁচ বছরে ভারত যে সাফল্যলাভ করেছে, তার পিছনে রয়েছে দেশের জনগণের আকাঙ্ক্ষা, উদ্দীপনা ও প্রয়াস। আমি তাঁদের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করছি এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।” প্রধানমন্ত্রী আরও বলেন যে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবছরে এই পুরস্কারপ্রাপ্তি তাঁর পক্ষে বিশেষ সম্মানের।
সিওল শান্তি পুরস্কার কী?
সিওল শান্তি পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৯০ সালে। কোরিয়ার উপদ্বীপ অঞ্চলে এবং বিশ্বের অন্যত্র শান্তি প্রতিষ্ঠার জন্য কোরিয়ার মানুষের আকাঙ্ক্ষাকে জোরদার করতে এই পুরস্কার প্রদানের সূচনা। সিওলে ২৪ তম অলিম্পিক গেমস সফল ভাবে অনুষ্ঠানের পর এই পুরস্কার প্রথম দেওয়া হয়।
এর আগে এই পুরস্কার পেয়েছেন রাষ্ট্র সংঘের সাধারণ সম্পাদক কোফি আন্নান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। পুরস্কার পেয়েছে ডক্টর্স উইদাউট বর্ডার্স এবং অক্সফ্যামের মত সংস্থাও।
The Seoul Peace Prize is dedicated to the people of India & our country’s culture of peace and harmony. https://t.co/ymUdug3JYp
— Narendra Modi (@narendramodi) February 22, 2019
কে পাবেন এই পুরস্কার তা কীভাবে ঠিক হয়?
১৩০০ জনের একটি কমিটি প্রাপক স্থির করেন। এই কমিটিতে রয়েছেন আন্তর্জাতিক স্তরে খ্যাত নামা কোরিয়রা এবং রয়েছেন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াক্ষেত্র, শিক্ষাক্ষেত্র সহ বিভিন্ন বিষয়ের আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। মনোনয়ন প্রক্রিয়া শুরু হয় নভেম্বর মাস থেকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের তিন মাস আগে মনোনয়নকারীরা তাঁদের পছন্দের নাম, তাদের কৃতিত্ব সম্বলিত একটি ফর্ম পাঠিয়ে দেন। এর পর কমিটি সদস্যদের ভোটের মাধ্যমে বিজেতার নাম স্থির করা হয়।
আরও পড়ুন, ‘আক্রান্ত’ কাশ্মীরিরা, কড়া ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে সুপ্রিম নির্দেশ
সিওল শান্তি পুরস্কার বিজেতারা কী পান?
একটি শংসাপত্র, একটি ফলক এবং ২০০০০০ মিলিয়ন মার্কিন ডলার। দু পাতার শংসাপত্রের বাঁদিকে সিওল শান্তি পুরস্কারের প্রতীক খোদাই করা থাকে। শংসাপত্রের ডান দিকে ইংরেজি ও কোরিয়ান ভাষায় নির্দিষ্ট বয়ান লেখা থাকে। ফলকটি হয় ক্রিস্টালের, তার উপর সোনার জল করা থাকে। এটি নির্মিত হয় প্রাচীন কোরিয়ান ঐতিহ্যের ডিজাইনে।
মোদী কেন সিওল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত হলেন?
গত বছরই পুরস্কার কমিটি জানিয়েছিল ১৩০০ মনোনয়নকারীর মধ্যে ১০০ জনেরও বেশি মোদীকে পারফেক্ট চয়েজ হিসেবে ভেবেছেন। বিদেশমন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সিওল শান্তি পুরস্কার কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৮ সালে সম্মানিত করার কথা স্থির করেছে। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে উন্নতি ও অন্যান্য বিষয়ের সঙ্গে দুর্নীতি মুক্তির মাধ্যমে গতন্ত্রের উন্নতি এবং সামাজিক সংহতের ক্ষেত্রে প্রয়াসের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে বলে বিদেশমন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়।
মোদী মতবাদ এবং অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে শান্তি স্থাপনের উদ্দেশ্য সক্রিয় বিদেশনীতি গ্রহণের জন্যও এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে মোদীকে।
Read the Full Story in English