Advertisment

Dress code for teacher: 'জিন্স, টি-শার্ট নয়'! শিক্ষকদের জন্য নয়া পোশাক বিধি, ফরমান ঘিরে চরম বিতর্ক

রাজ্য সরকার স্কুলগুলিতে শিক্ষকদের 'ড্রেস কোড' নিয়ে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে স্কুলে শিক্ষকরা জিন্স ও টি-শার্ট করে আসতে পারবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
school teachers dress code maharashtra

শিক্ষক ও শিক্ষাবিদরা অবশ্য এই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এই পদক্ষেপের সমালোচনা করেছেন। (প্রতিনিধিত্বমূলক/ফাইল)

স্কুলে পরে আসা যাবে না জিন্স, টি-শার্ট। স্কুল শিক্ষকদের জন্য নয়া ফরমান জারি। নিষেধাজ্ঞা জারি হতেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে।

Advertisment

রাজ্য সরকার স্কুলগুলিতে শিক্ষকদের 'ড্রেস কোড' নিয়ে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে স্কুলে শিক্ষকরা জিন্স ও টি-শার্ট করে আসতে পারবেন না। এদিকে এই সার্কুলার জারি হতেই ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষক সংগঠনগুলি। তারা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মতে রাজ্য সরকারের জোর করে এভাবে ড্রেস কোড বলবৎ করে তা শিক্ষকদের উপর চাপিয়ে দিতে পারেন না।

জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষিকাদের সালোয়ার, কুর্তা, ওড়না পরতে হবে। অন্যদিকে শিক্ষকদের শার্ট ও ট্রাউজার প্যান্ট পরে স্কুলে আসতে হবে। রাজ্য সরকারের জারি করা ড্রেস কোডের বিরোধিতা করেছেন শিক্ষকরা। মুম্বইয়ের মহারাষ্ট্র রাজ্য শিক্ষক পরিষদের কার্যনির্বাহী সভাপতি শিবনাথ দারাদে বলেছেন, 'কোন ভাবেই ড্রেস কোড শিক্ষকদের উপর চাপানো উচিত নয়। শিক্ষকদের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যেত। বিশ্বায়নের এই যুগে শিক্ষকদের ওপর কোনো নির্দিষ্ট ড্রেস কোড, রঙ ইত্যাদি জোর করে চাপিয়ে দেওয়া যাবে না'।

প্রথমবারের মতো, মহারাষ্ট্র সরকার স্কুল শিক্ষকদের জন্য জারি করেছে বিশেষ ড্রেস-কোড। কোড অনুসারে, শিক্ষকদের জিন্স এবং টি-শার্ট, গাঢ় রঙের পোশাক বা ডিজাইন বা প্রিন্টেড পোশাক পরে আসতে নিষেধ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষাবিদরা অবশ্য পোশাক বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এই পদক্ষেপের সমালোচনা করেছেন। মুম্বইয়ের এক স্কুল শিক্ষক বলেছেন, “শিক্ষকরা ইতিমধ্যেই তাঁদের পোশাক সম্পর্কে সচেতন। রাষ্ট্রের হস্তক্ষেপ করার এবং শিক্ষকদের জন্য ড্রেস-কোড ঘোষণা করার একেবারেই দরকার ছিল না।” পাশাপাশি শিক্ষকদের নামের আগে "Tr" বসানোর ওপরেও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : PM note to people: ভোটের আগে দেশবাসীকে বিশেষ বার্তা, খোলা চিঠিতে কী বললেন মোদী?

আরও পড়ুন : Lok Sabha Election 2024: আজই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, বাংলায় গতবারের চেয়েও বাড়বে ভোটের দফা?

Maharashtra school dress code
Advertisment