৩১ জুলাইয়ের মধ্যে নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

গত বছর ৩০ জুলাই প্রকাশিত হওয়া নাগরিক পঞ্জীর তালিকা থেকে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। এরা পুনরায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন। এনআরসি খসড়ায় অন্যের নাম দেখলে তা নিয়ে আপত্তি জানানোর ব্যবস্থাও রয়েছে।

গত বছর ৩০ জুলাই প্রকাশিত হওয়া নাগরিক পঞ্জীর তালিকা থেকে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। এরা পুনরায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন। এনআরসি খসড়ায় অন্যের নাম দেখলে তা নিয়ে আপত্তি জানানোর ব্যবস্থাও রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court

কলেজিয়ামের তরফ থেকে গত ১২ এপ্রিল কেন্দ্রের কাছে পদোন্নতির সুপারিশের ফাইল পাঠানো হয়েছিল

আসামের নাগরিক পঞ্জীর কোঅর্ডিনেটর প্রতীক হালেজাকে আগামী ৩১ জুলাই-এর মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কিছুদিন আগেই হালেজা জানিয়েছিলেন "নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে আপত্তি সংক্রান্ত শুনানি শুরু হয়েছে, কিন্তু যাদের আপত্তি রয়েছে, তাঁদের অনেককেই আদালতে দেখা যাচ্ছে না"।

Advertisment

"আইনের কথা মাথায় রেখে আপনার বিশেষ ক্ষমতা প্রয়োগ করুন। ৩১ জুলাইয়ের মধ্যে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ করুন", প্রতীক হালেজাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন, ‘রাফাল রায়কে কটাক্ষ’, নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল

Advertisment

গত বছর ৩০ জুলাই প্রকাশিত হওয়া নাগরিক পঞ্জীর তালিকা থেকে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। এরা পুনরায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন। এনআরসি খসড়ায় অন্যের নাম দেখলে তা নিয়ে আপত্তি জানানোর ব্যবস্থাও রয়েছে।

প্রায় ৩৬ লক্ষ মানুষ ে বছর এনআরসি তালিকাভুক্ত হওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তালিকাভুক্ত ২ লক্ষ নাম নিয়ে উঠেছে আপত্তি। সরকারি হিসাব না মিললেও সূত্রের খবর বলছে বরপেটায় ৭৫০০০ নাম নিয়ে এবং নগাঁও এবং মরিগাঁওতে ৩৫০০০ করে নাম  নিয়ে আপত্তি উঠেছে।

তালিকাভুক্ত নাম নিয়ে আপত্তি সংক্রান্ত শুনানির প্রথম দিন ছিল সোমবার।

Read the full story in English

supreme court nrc