Advertisment

'অশালীন' ভাষায় মুখ্যমন্ত্রীকে 'মারাত্মক' আক্রমণ, অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
yogi adityanath, uttar pradesh, uttar Pradesh cm, yogi adityanath news, yogi adityanath uttar Pradesh, whatsapp admin, whatsapp group"

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য, গ্রুপ অ্যাডমিনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ । ভাদোহি পুলিশ গ্রুপ অ্যাডমিনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনের নাম শাহাবুদ্দিন আনসারি। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার ভারতী বলেছেন, 'ভাদোহি নগর পালিকা' নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করা হয়েছিল।

Advertisment

৪ আগস্ট টুইটারে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। টুইটারে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে দেখা গেছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয়েছে। এরপরই আসরে নামে পুলিশ।

গ্রুপ অ্যাডমিন শাহাবুদ্দিনকে গ্রেফতারের পর ওই পোস্টটি যিনি করেছেন তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে যোগী পুলিশ। পুলিশ সূত্রে খবর, 'ভাদোহি নগর পালিকা পরিষদ' নামে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে 'অশালীন' ভাষা ব্যবহার করে একটি মন্তব্য করা হয়েছিল যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কোতোয়ালি থানার ইনচার্জ অজয় ​​কুমার শেঠ বলেছেন যে ৪ আগস্ট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শেঠ বলেছেন যে ৪ আগস্ট টুইটারের মাধ্যমে পুলিশ এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছে। তিনি বলেন, তদন্তে দেখা গেছে মুসলিম আনসারি নামে এক যুবক উপরোক্ত মন্তব্য করেছে।

গ্রুপের অ্যাডমিন শাহাবুদ্দিন আনসারিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। শেঠ জানিয়েছেন অবমাননাকর মন্তব্যের একটি 'স্ক্রিনশট' পাওয়া গেছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে শাহাবুদ্দিন আনসারি এবং মুসলিম আনসারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, তথ্য প্রযুক্তি আইন এবং ফৌজদারি আইন সংশোধনী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং শাহাবুদ্দিনকে রবিবার গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মুসলিম আনসারী্র খোঁজে তল্লাশি চলছে।

yogi adityanath
Advertisment