Advertisment

পছন্দ না হলে WhatsApp ব্যবহার করবেন না, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট

আইনজীবী মুকুল রোহতাগি জানান যে, গত পাঁচ বছর ধরে হোয়াটসআ্যাপের পলিসিতে কোনও বদল হয়নি। শুধু বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটগুলি নিয়ে পলিসি বদল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হোয়াটসঅ্যাপ একটি প্রাইভেট অ্যাপ। তাদের প্রাইভেসি পলিসি নিয়ে কোনও আপত্তি থাকলে সেই অ্যাপটি ফোন থেকে ডিলিট করে দেওয়া যায় বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। শুধু হোয়াটসঅ্যাপ নয়, সব অ্যাপই মানুষের থেকে তথ্য জোগাড় করে বলে মন্তব্য করেছে আদালত। ফের ২৫ তারিখ এই মামলার শুনানি হবে।

Advertisment

হোয়াটসঅ্যাপের নয়া পলিসির বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন চিরাগ রোহিল্লা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি বলেন চাইলে আবেদনকারী অন্য অ্যাপ ব্যবহার করতে পারেন। গ্রাহকের কি কি তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে সেই প্রশ্নও করেন বিচারপতি সঞ্জীব সচদেব।

তখনই আবেদনকারীর আইনজীবী দাবি করেন, সব তথ্য জোগাড় চাওয়া হচ্ছে সেগুলি বিশ্লেষণ করে ফেসবুককে জানানো হবে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি আদালত। এক্ষেত্রে আরো আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়ে দেন বিচারপতি।

হোয়াটসঅ্যাপের পক্ষে আইনজীবী মুকুল রোহতাগি জানান যে, গত পাঁচ বছর ধরে হোয়াটসআ্যাপের পলিসিতে কোনও বদল হয়নি। শুধু বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটগুলি নিয়ে পলিসি বদল হয়েছে। সমস্ত ব্যক্তিগত কথাপোকথন প্রাইভেট থাকবে বলে আশ্বাস দেন তিনি।

পিটিশনকারীর তরফ থেকে দাবি করা হয়েছে সংবিধানে যে গোপনীয়তার অধিকার দিয়েছে সেটি ভঙ্গ করছে হোয়াটসঅ্যাপ। আট ফেব্রুয়ারির মধ্যে এই পলিসি মেনে নিতে বলেছে হোয়াটসঅ্যাপ বলে পিটিশনে বলা হয়। তবে এই সময়সীমা যে পিছিয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপের তরফে তা জানানো হয়।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Whatsapp
Advertisment