Advertisment

Ayodhya: রামমন্দিরে রামলালার দর্শনে অযোধ্যা যাবেন? জানুন কখন, কীভাবে যাবেন

Ram Mandir: সোমবার উদ্বোধন হয়েছে, মঙ্গলবারই সর্বসাধারণের জনম্য খুলে দেওয়া হয়েছে রামমন্দিরের ফটক। উপচে পড়ছে ভিড়। কিন্তু, এখনও বহু ভক্তই জানেন না কীভাবে যাবেন রামলালা দর্শনে। মন্দিরে প্রবেশই বা ক বিধি। তারই হদিশ রইল এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
When and how you , জানুন কখন কীভাবে অযোধ্যায় রামমন্দির দর্শনে যাবেন

Ram Temple: প্রথম দিনেই উপচে পড়া ভিড় অযোধ্যার রামমন্দিরে।

Ayodhya Ram Mandir: রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই অযোধ্যার রামমন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে থেকেই রামমন্দির দর্শনের জন্য লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। পুলিশের খবর মোতাবেক, রাত ৩টে থেকে রামলালা দর্শনের জন্য লাইন পড়তে থাকে। গত কয়েকদিন ধরে রামমন্দির ঘিরে যে আবেগ লক্ষ্য করা গিয়েছে তাতে এরকম হবে যেন কিছুটা আন্দাজই করেছিল প্রশাসন। ফলে মোতায়েন রয়েছে পুলিশ। মন্দিরের দরজা খোলার নির্ধারিত সময় সকাল ৭টা। কিন্তু তারও চার ঘন্টা আগে থেকে মানুষ আসতে থাকয় অতিরিক্থ ভিড় জমে যায়। এই মন্দিরে কীভাবে যাওয়া যাবে, প্রশাসনের কী আয়োজন, রইল তারই সন্ধান…

Advertisment
  • শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে রামমন্দির সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
  • সকালের আরতি (জাগরণ/শ্রিংগার) দর্শনের জন্য ভক্তরা স্লট বুক করতে পারে। যা প্রাপ্যতার উপর নির্ভর করে। এ জন্য ২৪ ঘন্টা আগে অর্থাৎ আগের দিন সকাল সাড়ে ৬টায় টিকিট কাটতে হবে।
  • সান্ধ্য আরতিতে যোগদানের জন্য লোকেরা তাদের স্লট বুক করতে পারে যা প্রাপ্যতার উপর নির্ভর করবে। এক দিন আগে, অর্থাৎ আগের দিন সন্ধ্যা সাত ৭টায় টিকিট কাটতে হবে।
  • ওয়েবসাইটে উল্লেখ, আরতির পাস পাওয়ার জন্য একটি বৈধ সরকারি পরিচয়পত্র সঙ্গে নিয়ে আরতি শুরু হওয়ার কমপক্ষে আধ ঘন্টা আগে লোকেদের শ্রী রাম জন্মভূমি ক্যাম্প অফিসে পৌঁছাতে হবে।
  • জনসাধারণের জন্য কোনও বাধ্যতামূলক পোষাক কোড নেই। সকলের প্রবেশ কোনও বাধা ছাড়াই অনুমোদিত।
  • মন্দিরের ভিতরে মোবাইল ফোন এবং ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ।

কিভাবে অযোধ্যায় যাবেন?

আকাশ পথে…

অযোধ্যার নিকটতম বিমানবন্দরগুলি হল:

  • মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর
  • অযোধ্যা
  • গোরখপুর বিমানবন্দর
  • মহাযোগী গোরক্ষনাথ বিমানবন্দর নামেও পরিচিত (১১৮কিমি দূরে)
  • চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, লখনউ (১২৫ কিমি দূরে)
  • প্রয়াগরাজ এবং বারাণসী বিমানবন্দরে অবতরণের পরেও দর্শনার্থীরা অযোধ্যায় পৌঁছতে পারেন।

ট্রেন পথে…

ফৈজাবাদ এবং অযোধ্যা দু'টি প্রধান রেলওয়ে স্টেশন। প্রায় সব বড় শহর ও শহর থেকে এই স্টেশনগুলিতে নিয়মিত ট্রেন আসা-যাওয়া করে।

সড়ক পথে…

উত্তরপ্রদেশ পরিবহন কর্পোরেশন বাসের পরিষেবা নিয়মিত পাওয়া যায়। লখনউ, দিল্লি এবং গোরখপুর থেকে বাস পাওয়া যায়। বারাণসী এবং প্রয়াগরাজ থেকে নিয়মিত বাসগুলিও সময়সূচী অনুসারে চলে।

স্থানীয়ভাবে…

মন্দির শহরের মধ্যে স্থানীয় পরিবহন অটো এবং সাইকেল রিকশা রয়েছে৷

Ayodhya Ram Temple Ayodhya Ram Mandir Ram Temple uttar pradesh
Advertisment