বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ২৮-২৯ অক্টোবর মধ্যরাতে ঘটতে চলেছে। সনাতন ধর্মে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে রাহু ও কেতুর প্রভাব পৃথিবীতে বৃদ্ধি পায়। জ্যোতিষীদের মতে, সূর্য যখন পৃথিবী এবং চাঁদের মধ্যে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় শুভ কাজ করা নিষিদ্ধ। এটিকে উপেক্ষা করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে বলেই মত জ্যোতিষীদের । শনিবারের চন্দ্রগ্রহণ ভারতেও দেখা যাবে।
আরও পড়ুন- ধনসম্পদে ভরিয়ে দেবেন দেবী কোজাগরী লক্ষ্মী, পালন করতে হবে কোন নিয়ম?
চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ২৮-২৯ অক্টোবর। পূর্ণিমা পর্বে এই চন্দ্রগ্রহণ হবে । এটি ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ৫ মে। পৃথিবীর অনেক জায়গায় গ্রহণ দেখা গেলেও ভারতে এই গ্রহণ দেখা যায়নি। তবে বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে। চলুন জেনে নিই বছরের শেষ চন্দ্রগ্রহণ কবে হবে এবং সূতক সময় কি হবে। ভারতে এটি ২৯ অক্টোবর দৃশ্যমান হবে।
এই চন্দ্রগ্রহণ ভারতে ২৮ অক্টোবর রাত ১টা ০৫ মিনিটে থেকে শুরু হবে এবং ২টো ২৪ মিনিট পর্যন্ত চলবে। এই চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে গ্রহনের ৯ ঘণ্টা আগে। এভাবে ২৮ অক্টোবর বিকেল ৪টে ৪৪ মিনিট থেকে সূতক শুরু হবে যা গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চলবে।বছরের শেষ চন্দ্রগ্রহণটি আশ্বিন পূর্ণিমায় অর্থাৎ ২৮ এবং ২৯ অক্টোবর মধ্যরাতে ভারত জুড়ে খণ্ডগ্রাস আকারে দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণ শুরু হবে মধ্যরাতে ১টা ০৫ মিনিটে এবং চলবে রাত ২টা ২৪ মিনিট পর্যন্ত। ভারতের সব শহরেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।
চন্দ্রগ্রহণের সূতক সময় ৯ ঘন্টা আগে শুরু হয়। আসুন আমরা আপনাকে বলি যে সূতক সময়কালে কোনও শুভ কাজ বা পূজা করা হয় না। ২৮ অক্টোবর মধ্যরাতে ঘটতে যাওয়া চন্দ্রগ্রহণের সুতক শুরু হবে ২৮ অক্টোবর বিকেল ৪টা ৫ মিনিটে।
কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?
ভারত ছাড়াও অনেক দেশেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণ অস্ট্রেলিয়া, সমগ্র এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব আমেরিকা, উত্তর আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল, ভারত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে।