Advertisment

'কবে থামবে রক্তপাত, বন্ধ হবে হিংসা', গাজায় হাজার হাজার সাধারণের মৃত্যুতে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা

গাজা উপত্যকায় সাধারণ মানুষের যুদ্ধে নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
CONGRESS,Priyanka Gandhi Vadra,Gaza Strip, Israel-Hamas War, Israel-Hamas War Updates, Priyanka Gandhi Vadra Israel Hamas War, Priyanka Gandhi Vadra on Israel Hamas War, Congress Priyanka Gandhi Vadra, Priyanka Gandhi Vadra News, Israel Hamas War News

'কবে থামবে রক্তপাত, বন্ধ হবে হিংসা', মধ্যপ্রাচ্যে শান্তির আবেদন প্রিয়াঙ্কার

মধ্যপ্রাচ্যে অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে। ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গত ৭ অক্টোবর প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলে ভয়ঙ্কর হামলা চালায়। যাতে প্রায় ২৬০ জন নিরীহ মানুষ প্রাণ হারান। এরপর শুরু হওয়া যুদ্ধ এখনও চলছে। হামাসকে নির্মূল করতে ইসরাইল ক্রমাগত গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সাধারণ মানুষের যুদ্ধে নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

Advertisment

প্রিয়াঙ্কা গান্ধী এক্স বার্তা লিখেছেন, "গাজায় ৭০০০ মানুষকে হত্যার পরও রক্তপাত হিংসা-হানাহানি থামেনি। ৭ হাজারের মধ্যে ৩০০০ নিষ্পাপ শিশু। এমন কোন আন্তর্জাতিক আইন নেই যা লঙ্ঘন করা হয়নি। 'মানবতা কবে জাগবে? এত প্রাণ হারানোর পরও… এত সন্তানকে কবর দেওয়ার পরও মানুষের চেতনা ফিরছে না। শুভবুদ্ধির উদয় হচ্ছে না"।

গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। এখান থেকেই হামাস ইজরায়েলে হামলা চালায়। যার কারণে ইজরায়েলেও ১৪০০ মানুষের মৃত্যু হয়। ইজরায়েলও গাজা উপত্যকায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা করে প্রতিশোধ নিয়েছে। হামলায় নিহত হয়েছেন হাজার হাজার নিরীহ প্যালেস্তাইনি নাগরিক।

ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত উভয় পক্ষকে শান্তি স্থাপনের আবেদন জানিয়েছে, যাতে সাধারণ মানুষের মৃত্যু বন্ধ করা যায়। ভারত সম্প্রতি রাষ্ট্রসংঘে বলেছে যে তারা যুদ্ধে সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন। পাশাপাশি ভারত বলেছে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে ভারত সমানভাবে উদ্বিগ্ন। ভারত সব পক্ষকে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে এবং আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে। ভারতও গাজা উপত্যকায় ইতিমধ্যেই প্যালেস্তাইনিদের জন্য সাহায্য পাঠিয়েছে।

Priyanka Gandhi Israel-Palestine clash
Advertisment