Advertisment

স্মৃতির ছেলেকে টেক্কা দিল কেজরিওয়ালের ছেলে

৯১% নম্বর পেয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহর ইরানি। অন্যদিকে ৯৬.৪% পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ছেলে পুলকিত কেজরিওয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গতকাল প্রকাশিত হয়েছে সিবিএসই পরীক্ষার ফলাফল। এ বছর মেধা তালিকায় পাশের হারে ছেলেদের থেকে ৯ শতাংশ এগিয়ে মেয়েরা। এদিকে প্রথম চার বিষয়ে মোট ৯১% নম্বর পেয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহর ইরানি। অন্যদিকে ৯৬.৪% পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ছেলে পুলকিত কেজরিওয়াল।

Advertisment

এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যুগ্ম প্রথম। ৫০০ এ ৪৯৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে হানসিকা শুক্লা ও করিশ্মা আরোরা। দ্বাদশ শ্রেণিতে এবছর উত্তীর্ণ হয়েছে ৮৩.৪ শতাংশ ছাত্রছাত্রী। পাশের হার সবচেয়ে বেশি ত্রিভান্দ্রামে, ৯৮.২ শতাংশ। তারপরেই রেয়েছে চেন্নাই ও দিল্লীর নাম।

সকল সফল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

Read the full story in English

CBSE
Advertisment