বিরাট ভুল করে বসলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভুলেই গেলেন মার্কিন প্রেসিডেন্টের নাম। বাইডেন কে ওবামা বলে সম্বোধন করে বড়সড় ভুল করে বসলেন তিনি। অবিলম্বেই তিনি তা উপলব্ধি করে সঙ্গে সঙ্গেই নিজের ভুল শুধরে নেন।
ততক্ষণে পুরো ঘটনাটি লাইভ টিভিতে ধরা পড়ে।মুহূর্তেই ছড়িয়ে পড়ে কারিন জ্যঁ-পিয়েরের এই ‘মারাত্মক ভুল’। তিনি ভুল করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে 'প্রেসিডেন্ট ওবামা' বলে সম্বোধন করেন। তবে, তিনি তৎক্ষণাৎ নিজের ভুল ‘সংশোধন’ করে ক্ষমাও চেয়ে নেন। পুরো ঘটনাটি লাইভ টিভিতে ধরা পড়ে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়।বৃহস্পতিবার এমনই এক প্রেস ব্রিফিং চলছিল। হাউস প্রেস সেক্রেটারি বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফ করছিলেন। এমন সময়েই ঘটে যায় এই বড়সড় ভুল। তিনি ভুল করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে 'প্রেসিডেন্ট ওবামা' বলে সম্বোধন করেন।
সেখানে উপস্থিত সাংবাদিকরাও তাঁর এই কথা শুনে তো রীতিমত অবাক। অবিলম্বে তাঁর ভুল সংশোধন করে, পিয়েরে বলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রধান হিসাবে মনোনীত করেছে। প্রেসিডেন্ট বাইডেন নিজেই বঙ্গার এই মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।