Advertisment

বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদান, ভারতীয় বংশোদ্ভূত ২ বিজ্ঞানীকে অনন্য সম্মান বাইডেনের

দুই বিজ্ঞানীকে ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে ভূষিত করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Joe Biden,US President Joe Biden,Subra Suresh,National Medal Of Science,Ashok Gadgil,National Medal for Technology and Innovation,Indian American Scientist Subra Suresh,National Medal of Science US,United States,USA,Subra Suresh education,Subra Suresh google scholar,Subra Suresh MIT,Subra Suresh salary,Subra Suresh linkedin,Subra Suresh hp,Subra Suresh brown university,Subra Suresh reddit,Subra Suresh wife,Subra Suresh contact number,Dr Subra Suresh,Subra Suresh NTU,Ashok Gadgil cricketer,Indian American Scientist Ashok Gadgil,Ashok Gadgil google scholar,Ashok Gadgil uc berkeley,Ashok Gadgil invention,Ashok Gadgil energy,Ashok vaman Gadgil,what did Ashok Gadgil invent,different between Gadgil and kasturirangan report,pn gadgil history,pn gadgil owner,what did Ashok Gadgil do,अशोक गाडगिल ने क्या आविष्कार किया था,National Medal of Science winners,National Medal of Science 2023,National Medal of Science 2023 winners,National Medal of Science for engineering,National Medal of Science for p

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে দুই ইন্দো-আমেরিকান বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে দুই ইন্দো-আমেরিকান বিজ্ঞানীকে সম্মানিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই বিজ্ঞানীকে ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে ভূষিত করা হয়। দুই বিজ্ঞানীর নাম অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ। ভারতীয় বংশোদ্ভূত দুই বিজ্ঞানীকে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয়েছে।

Advertisment

অশোক গাডগিল মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেছেন। গডগিল আইআইটি কানপুর এবং বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর উচ্চ শিক্ষা সম্পন্ন করেন। সুব্রা সুরেশ মুম্বইয়ের বাসিন্দা। বর্তমানে তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। সুরেশ মার্কিন ন্যাশানাল সায়েন্স ইনস্টিটিউটের ডিরেক্টরও। এর আগে, তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চ্যান্সেলর ছিলেন।

দুই শীর্ষ বিজ্ঞানীকে সম্মান জানানোর সময়, হোয়াইট হাউস বলেছে যে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক বিজ্ঞানীকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স এবং ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন দিয়ে সম্মানিত করছেন। যারা আমাদের দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন। তাদের আমরা বিজ্ঞানের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করছি। এই পুরস্কার ১৯৫৯ সাল থেকে প্রদান করা শুরু হয়।

হোয়াইট হাউস এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। ঘোষণায় বলা হয়, জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, অর্থনৈতিক বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ সম্মানের দাবিদার।

India science Biden
Advertisment