বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে দুই ইন্দো-আমেরিকান বিজ্ঞানীকে সম্মানিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই বিজ্ঞানীকে ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে ভূষিত করা হয়। দুই বিজ্ঞানীর নাম অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ। ভারতীয় বংশোদ্ভূত দুই বিজ্ঞানীকে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয়েছে।
অশোক গাডগিল মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেছেন। গডগিল আইআইটি কানপুর এবং বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর উচ্চ শিক্ষা সম্পন্ন করেন। সুব্রা সুরেশ মুম্বইয়ের বাসিন্দা। বর্তমানে তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। সুরেশ মার্কিন ন্যাশানাল সায়েন্স ইনস্টিটিউটের ডিরেক্টরও। এর আগে, তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চ্যান্সেলর ছিলেন।
দুই শীর্ষ বিজ্ঞানীকে সম্মান জানানোর সময়, হোয়াইট হাউস বলেছে যে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক বিজ্ঞানীকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স এবং ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন দিয়ে সম্মানিত করছেন। যারা আমাদের দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন। তাদের আমরা বিজ্ঞানের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করছি। এই পুরস্কার ১৯৫৯ সাল থেকে প্রদান করা শুরু হয়।
হোয়াইট হাউস এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। ঘোষণায় বলা হয়, জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, অর্থনৈতিক বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ সম্মানের দাবিদার।