ফের চিনে এক অজানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। মূলত শ্বাসযন্ত্রের অসুস্থতাজনিত সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিচ্ছে। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য বা হু। চিন সরকারের কাছে এব্যাপারে সবিস্তারে তথ্য জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, চিন প্রশাসন আপাতত রোগটির উপর কড়া নজরদারি রেখেছে। রোগীদের স্বাস্থ্যের দিকে সতর্কভাবে খেয়াল রাখা হচ্ছে। চিন এবং WHO উভয়ই ২০১৯ সালের শেষের দিকে এবং ২০২০ সালের শুরুর দিকে উহান শহরে আবির্ভূত প্রথম দিকের COVID-19 কেস সম্পর্কে রিপোর্ট করার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিল।
বুধবার, হু জানিয়েছে চিনে এই রোগের উপর পর্যবেক্ষণ চলছে। চিনের উত্তর প্রান্তের শিশুদের মধ্যে রোগটি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটা স্পষ্ট নয় যে এই রোগটি শ্বাসযন্ত্রের সংক্রমণের সামগ্রিক বৃদ্ধির সঙ্গে যুক্ত কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, শিশুদের মধ্যে এই রোগটির প্রাদুর্ভাব নিয়ে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগের তিন বছরের মতোই এবার অক্টোবরের মাঝামাঝি সময় থেকে থেকে উত্তর চিনের একটি বিস্তীর্ণ অংশে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা বেড়েছে। দেশে এই অসুস্থতার প্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ইনফ্লুয়েঞ্জাজনিত এই রোগটির উপর নজরদারিও চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই রোগ সম্পর্কেও সতর্ক থাকতে হবে। টিকার মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা, অসুস্থ হলে বাড়িতে থাকা ও প্রয়োজন অনুযায়ী পরীক্ষা এবং চিকিৎসা সেবা পাওয়ার বিষয়টিতে জোর দিতে পরামর্শ দেওয়া হয়েছে চিনকে। এছাড়াও মাস্ক পরা, ভালোমতো বায়ু চলাচল করতে পারে এমন ঘরে থাকা এবং নিয়মিত হাত ধোয়ার ব্যাপারেও জোর দিতে বলা হয়েছে।