Advertisment

অযোধ্যার রাম মন্দিরে পুজো করবেন, বৈদিক স্কলার মোহিত পাণ্ডের সম্পর্কে এই তথ্য জানেন?

অযোধ্যা রামমন্দিরে পুজো করার জন্য গোটা দেশ থেকে মোট ৫০ জন পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Who is Mohit Pandey, the priest who will do puja in Ayodhya Ram Temple

অযোধ্যার রাম মন্দিরে যে পুরোহিতরা পুজো করবেন সেই তালিকায় নাম রয়েছে বৈদিক স্কলার মোহিত পাণ্ডের।

আগামী বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে সাজ সাজ রব রাম জন্মভূমিতে। অযোধ্যার রাম মন্দিরে যে পুরোহিতরা পুজো করবেন সেই তালিকায় নাম রয়েছে বৈদিক স্কলার মোহিত পাণ্ডের। কিন্তু তাঁকে নিয়ে সর্বত্র শোরগোল। কে তিনি, কীভাবে তিনি পুরোহিতের মর্যাদা পেলেন তা জানা যাক।

Advertisment

অযোধ্যা রামমন্দিরে পুজো করার জন্য গোটা দেশ থেকে মোট ৫০ জন পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের নিয়ে ৬ মাসের ট্রেনিং পর্ব চলছে। আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যা রামমন্দিরের। তার আগে শেষ পর্বের প্রস্তুতি চলছে। মোহিতও বাকিদের মতো অনুশীলনে ব্যস্ত। উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা মোহিত পাণ্ডে এই মুহূর্তে তাঁর আচার্য স্নাতকোত্তর কোর্স করছে তিরুপতির তিরুমালা তিরুপতি দেবস্থানম পরিচালিত শ্রী বেঙ্কটেশ্বর বৈদিক বিশ্ববিদ্যালয়ে।

গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রাক্তনী মোহিত। উত্তর ভারতের প্রাচীন মন্দির শ্রী দুধেশ্বর মন্দির ভারতবিখ্যাত। এই মন্দির লাগোয়া এলাকায় বেদ বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রধান পিতাধিশ্বর মহন্ত নারায়ণ গিরি জানিয়েছেন, গত ২৩ বছর ধরে হাজার হাজার পড়ুয়া বেদ ও বিভিন্ন রীতিনীতি নিয়ে শিক্ষিত হয়েছে বেদ বিদ্যাপীঠে। এই মুহূর্তে প্রায় ৭০ জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত মন্দিরে পুরোহিত বা আচার্যের কাজ করছেন। আর এই বিদ্যাপীঠেরই প্রাক্তনী মোহিত পাণ্ডে রাম লাল্লার সেবার জন্য অযোধ্যা রাম মন্দিরে পুজো করার দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন ‘ভয় কেটেছে’: সুপ্রিমে ৩৭০ রায়ের পরই জম্মুর বাল্মীকি কলোনিতে শুরু জয় উদযাপন

দেব বিদ্যাপীঠে পড়াশোনা করার পর গুরুত্বরপূর্ণ শিক্ষা গ্রহণ করতে শ্রী বেঙ্কটেশ্বর বৈদিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যান মোহিত। সেখানে শাস্ত্র নিয়ে স্নাতক পর্বের শিক্ষাগ্রহণ সম্পূর্ণ করার পর এখন আচার্য বিভাগে স্নাতকোত্তর পর্বের পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া রামমন্দিরে পুজোর গুরুদায়িত্ব পেয়েছেন বলে অত্যন্ত খুশি ভিসি রানি সদাশিব মূর্তি। পুজোয় নিয়োজিত প্রাণ, কম কথা বলা মোহিতের অত্যন্ত দক্ষ পুরোহিত হওয়ার সমস্ত গুণ রয়েছে বলে মনে করেন তিনি।

অযোধ্যা রামমন্দিরের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া ৩ হাজার জনের মধ্যে মোহিত থাকার জেরেই তাঁকে আচার্য বিভাগে স্নাতকোত্তর বিভাগে বেছে নেওয়া হয়েছিল। যারপরে মন্দিরে পুজোর দায়িত্ব পাওয়া মূল ৫০ জন পুরোহিতের মধ্যে স্থান করে নেয় ও। আপাতত অযোধ্যায় ৬ মাসের অনুশীলন পর্বে কঠোরভাবে নিয়োজিত রয়েছে মোহিত।

Ram Temple Ayodhya Ayodhya Ram Temple
Advertisment