scorecardresearch

মেধাবী ‘পুলিশ কন্যা’ থেকে অপরাধ জগতের ‘রানি’, আতিক-পত্নীর উত্থান হার মানাবে হলিউডের থ্রিলারকেও

উত্তরপ্রদেশ পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসাবে পরিচিত আতিক পত্নী শায়িস্তা পারভীন।

Shaista Parveen, Shaista Parveen reward, Shaista Parveen absconding, Shaista Parveen, atiq ahmed dead, atiq ahmed encounter news, live news, ashraf ahmed, atiq ahmed death, atiq ahmed live, atiq ahmed latest news, latest news, news atiq ahmed, Prayagraj, atiq Ahmed shooters, atiq ahmad shooters, atique Ahmed shooters, antique Ahmad shooters, UP news, UP latest news, Umesh Pal murder case, top news, latest news",
মেধাবী ‘পুলিশ কন্যা’ থেকে অপরাধ জগতের ‘রানি’, আতিক-পন্তীর উত্থান হার মানাবে হলিউডের থ্রিলারকেও

মাত্র কয়েক দিনের ব্যবধানে স্বামী-সন্তানকে হারিয়েছেন, তবুও তিনি পলাতক। উত্তরপ্রদেশ পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী হিসাবে পরিচিত আতিক পত্নী শায়িস্তা পারভীন। জল্পনা তিনি দেশ ছেড়েও পালিয়ে গিয়ে থাকতে পারেন। উমেশ পাল হত্যা মামলায় আতিকের সঙ্গে স্ত্রী শায়িস্তা’রও নাম জড়ায়। শায়িস্তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রাজ্য পুলিশ ইতিমধ্যেই শায়িস্তার সন্ধানে ৫০হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছে। তাকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ পরিবারের মেয়ে শায়িস্তা। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। শায়েস্তার দুই ভাইয়ের একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আতিক আহমেদের তুলনায় অনেক বেশি শিক্ষিত তিনি। প্রয়াগরাজের হিম্মতগঞ্জের কিদওয়াই গার্লস ইন্টার কলেজে থেকে স্নাতক শেষ করেন শায়িস্তা। তিনি যে এভাবে হয়ে উঠবেন মোস্ট ওয়ান্টেড আসামী, তা তিনিও হয়তো নিজেও কল্পনা করতে পারেন নি।

১৯৯৬ সালে আতিকের সঙ্গে বিয়ে হয় শায়িস্তা পারভিনের। পুলিশ সূত্রে খবর শায়িস্তার কথামতোই বিভিন্ন সময় দল বদল করেছে আতিক। স্বামী সাংসদ হওয়ার পর তার মাফিয়া সাম্রাজ্যের দেখভাল করত শায়িস্তাই। শায়িস্তার বিরুদ্ধে এখনও পর্যন্ত চারটি মামলা রয়েছে। শুধু শায়িস্তা ও আতিকই নয়, বড় ছেলে উমর ও দ্বিতীয় ছেলে আলিও খুন, তোলাবাজির মামলায় প্রয়াগরাজের নৈনি জেলে বন্দী।

২০২১ সালে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এ যোগ দিয়েছিলেন আতিক পত্নী। চলতি বছরের জানুয়ারিতে, তিনি প্রয়াগরাজ মেয়র পদে নিজের টিকিট পাকা করতে বিএসপিতে যোগ দেন। কিন্তু উমেশ পালের স্ত্রী জয়া পাল এই হত্যা মামলায় শায়িস্তার বিরুদ্ধেও অভিযোগ আনেন। এফআইআর দায়ের করার পর থেকে শায়িস্তার সঙ্গে দূরত্ব বাড়ায় দল। বিএসপি প্রধান মায়াবতী পরবর্তীকালে ঘোষণা করেছিলেন যে শায়িস্তার সঙ্গে দল কোন প্রকার যোগাযোগ রাখছে না। মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পাবেন না আতিক পত্নী।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Who is shaista parveen from a cops daughter to gangster atiqs wife to most wanted