Donald Trump: গুলিবিদ্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট! ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) রবিবার এক বিবৃতিতে বলেছে, পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশ চলাকালীন বছর কুড়ির পেনসিলভানিয়ার থমাস ম্যাথিউ ক্রুকস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প যে মঞ্চে বক্তব্য রাখছিলেন সেখান থেকে ক্রুকস ১৫০ গজ (১৪০ মিটার) দূরে একটি বাড়ির ছাদে ঘাঁটি গেঁড়ে বসেন। সেখান থেকে অত্যাধুনিক AR-15-স্টাইলের সেমিঅটোমেটিক রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে তিনি। যেটি তার বাবা বৈধভাবে কিনেছিলেন।
থমাস ম্যাথিউ ক্রুকস কে?
পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা, থমাস ম্যাথিউ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি ছিলেন ট্রাম্প বিরোধী। চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রথম ভোট দিতেন।
শান্ত স্বভাবের থমাস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল স্নাতক হয়েছিলেন, বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এফবিআই বলেছে যে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তন্ন তন্ন করে খুঁজেও কোন হুমকি বা ট্রাম্প বিরোধী কোন পোস্ট মেলেনি। পাশাপাশি থমাসের মানসিক সমস্যার কোনো ইতিহাস খুঁজে পায়নি তদন্তকারীরা।
আরও পড়ুন - < 75 years of Constitution: ড্যামেজ কন্ট্রোলে ‘মাস্টার প্ল্যান’ মোদীর, বিরাট চমকে দিশেহারা বিরোধী জোট >
তার স্কুলের এক সহপাঠী সংবাদ সংস্থা এপিকে বলেছেন ক্রুকসের আগ্রহ ছিল কম্পিউটার তৈরি এবং গেম খেলার উপর। ক্রুকস একটি নার্সিং হোমে ফুড ডেলিভারি হেল্পার হিসাবে কাজ করতেন। রেকর্ড অনুযায়ী, তার বাবাও একজন রিপাবলিকান এবং তার মা ডেমোক্র্যাট দলকে সমর্থন করতেন। ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর সন্দেহভাজন অভিযুক্ত সিক্রেট সার্ভিস স্নাইপারদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। থমাস কেন এই হামলা চালিয়েছে তার কোন সদুত্তর পায়নি নিরাপত্তা সংস্থাগুলি। একই স্কুলের স্নাতক জেসন কোহলার বলেছেন যে থমাসকে প্রায়ই উত্যক্ত করা হলেও সে চুপচাপ থাকতো।