Advertisment

করোনায় সুস্থরা যে ফের আক্রান্ত হবেন না, তার প্রমাণ নেই: হু

এদিন বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে জানানো হয়েছে, ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রি সার্টিফিকেট ইস্য়ু করা যাবে না এখন।

author-image
IE Bangla Web Desk
New Update
lockdown, লকডাউন, পুলিশ, জম্মুকাশ্মীর, police, jammu kashmir, jammu kashmir news, coronavirus, করোনভাইরাস

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনার হানায় কাঁদছে গোটা বিশ্ব। রোজই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্য়া লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ল বিশ্ব স্বাস্থ্য় সংস্থার নয়া বক্তব্য়ে। করোনা-র বিরুদ্ধে লড়াই করে যাঁরা জিতেছেন, তাঁদের শরীরে যে ফের থাবা বসাবে না ভাইরাস, তার কোনও প্রমাণ মেলেনি। অর্থাৎ, করোনায় সুস্থ হয়েছেন যাঁরা, তাঁদের শরীরে যে আবার করোনার সংক্রমণ হবে না তার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে হু।

Advertisment

আরও পড়ুন: করোনা হয়নি, অথচ রিপোর্ট পজিটিভ! শেষে ছাড়া পেলেন মহিলা

এ প্রসঙ্গে এদিন বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে জানানো হয়েছে, ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রি সার্টিফিকেট ইস্য়ু করা যাবে না এখন। হু'র তরফে জানানো হয়েছে, এ ধরনের সার্টিফিকেট ইস্য়ু করলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। কারণ, করোনা রুখতে যে যে সতর্কতা অবলম্বন করে চলা উচিত, সেই পরামর্শ উপেক্ষা করতে পারেন সাধারণ মানুষ এবং ওই সার্টিফিকেটের জোরেই তাঁরা বাইরে বেরোতে পারবেন, যা ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন- কিডনির কতটা ক্ষতি করতে পারে করোনাভাইরাস?

এদিকে, বিশ্বে করোনায় মৃত্য়ু হয়েছে কমপক্ষে ১ লক্ষ ৯৫ হাজার ৯২০ জনের। ২.৭৯ মিলিয়নেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার প্রকোপ সবথেকে বেশি আমেরিকায়। সেখানে ৯ লক্ষেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমেরিকায় করোনায় মৃতের সংখ্য়া ৫১ হাজারেরও বেশি। নিউ ইয়র্কেই করোনায় মৃত্য়ু হয়েছে ১৭ হাজার ৬৭১ জনের। আমেরিকার পর করোনায় সবথেকে বেশি বিপর্যস্ত স্পেন। সে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৭৬৪। এরপর রয়েছে ইটালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও তুরষ্ক।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus International news
Advertisment