করোনাভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি মানুষ। লকডাউন দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সেই প্রেক্ষাপটে এবার যৌথভাবে করোনা লড়াইয়ে ভারতের সঙ্গে থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এর আগে পোলিও-র বিরুদ্ধে ভারতের লড়াই এবং পোলিও নির্মূল দেশের তালিকায় ভারতের স্থান নিয়ে প্রতিক্রিয়াও দেন হু-র প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।
তিনি জানিয়েছেন যে ভারত থেকে পোলিও নির্মূল করতে যেভাবে পাশে ছিল হু, তেমনই করোনাভাইরাস অতিমারী রুখতে সেরকম কৌশলই অবলম্বন করে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র পক্ষ থেকে জানান হয়েছে ভারতে যারা এতদিন হু-এর তরফে পোলিও নজরদারি করেছেন সেই সমস্ত কর্মীরাই এবার থেকে কোভিড নজরদারীতেও নিযুক্ত থাকবেন।
জন হপকিংস বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্ত ২০ লক্ষেরও বেশি মানুষ, মারা গিয়েছেন প্রায় ১ লক্ষ ৩৬ হাজার। সেই আবহেই এবার ভারতের পাশগে দাঁড়াচ্ছে হু। টুইটে তাঁরা জানিয়েছে "আমরা একযোগে, একসঙ্গে কাজ করে করোনাভাইরাসকে নির্মূল করতে পারব এবং বহু জীবনও বাঁচাতে পারব।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন