Advertisment

১০ টাকার রাজনীতির জন্য কোটি টাকার আধ্যাত্মিকতাকে ত্যাগ নয়: ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী

ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার বিষয়ে তার আগের অবস্থান আরও একবার সকলের সামনে তুলে ধরেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bageshwar Dham, Dhirendra Shastri profile, dhirendra shastri, Bageshwar Dham Dhirendra Krishna Shastri Gujarat, Dhirendra Shastri in surat, dhirendra shastri rajkot, dhirendra shastri ahmedabad, Bageshwar Dham Sarkar Pandit Dhirendra Krishna Shastri, chhatarpur, saint, dheerendra Maharaj, Dhirendra Shastri in surat, bhopal , Madhya Pradesh, social media, Bageshwar Dham, Dhirendra Shastri, Dhirendra Shastri Gujarat visit, Dhirendra Shastri Rajkot, Dhirendra Shastri Ahmedabad, Dhirendra Shastri Darbar, Dhirendra Shastri protest, Protest in Gujarat, Bageshwar Dham government protest in Gujarat, Dhirendra Shastri program, dhirendra krishna Maharaj , bagshwar dham in mp, Bageshwar dham, Dhirendra Krishna Shastri, Dhirendra Maharaj, Bageshwar Dham Madhya Pradesh, Chattarpur, Baba Dhirendra Shastri, Bageshwar Dham News, Bageshwar Dham Sarkar, Bageshwar Dham Sarkar, Bageshwar Dham Dhirendra Shastri, Bageshwar Balaji Maharaj, Bageshwar Sarkar, Dhirendra Shastri, Bageshwar Dham Dhirendra Shastri

ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে বাগেশ্বর বাবা, বাগেশ্বর মহারাজ, বাগেশ্বর ধাম সরকার হিসাবে অনেকেই আখ্যা দেন। স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী শনিবার এক ভাষণে বলেন,’১০ টাকার' রাজনৈতিক ক্যারিয়ার গড়তে 'কোটি টাকার আধ্যাত্মিকতা'কে তিনি কখনই ত্যাগ করবেন না’।

Advertisment

শহরের নবলখি মাঠে আয়োজিত বিশাল দিব্য দরবারে তিনি একথা বলেন। রাজনীতিতে আসতে চান 'বাগেশ্বর বাবা’? এমনই প্রশ্ন করা হয় এক সাংবাদিক সম্মেলনে। তার সাফ জবাব দিয়ে ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সাফ জানিয়ে দেন, “’১০ টাকার' রাজনৈতিক ক্যারিয়ার গড়তে 'কোটি টাকার আধ্যাত্মিকতা'কে তিনি কখনই ত্যাগ করবেন না”।

একই সঙ্গে এদিনও ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার বিষয়ে তার আগের অবস্থান আরও একবার সকলের সামনে তুলে ধরেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে গুজরাটের তার বলা ‘পাগল’ মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

নিজের বলা মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘পাগল' এর অর্থ 'মানসিক অসুস্থ' কেউ নয়। এটা এমন একজন যিনি কোনো কিছুর প্রতি অনুরাগী... সুতরাং, গুজরাটের মানুষ যদি আধ্যাত্মিকতার প্রতি অনুরাগী হয়, আমি তাদের পাগল বলতে পারি। যাদের এই শব্দটি নিয়ে সমস্যা আছে তারা এর অর্থ তাদের মত করে ধরে নিতে পারেন।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু স্থানীয় বিজেপি নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Dhirendra Shastri
Advertisment