ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে বাগেশ্বর বাবা, বাগেশ্বর মহারাজ, বাগেশ্বর ধাম সরকার হিসাবে অনেকেই আখ্যা দেন। স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী শনিবার এক ভাষণে বলেন,’১০ টাকার' রাজনৈতিক ক্যারিয়ার গড়তে 'কোটি টাকার আধ্যাত্মিকতা'কে তিনি কখনই ত্যাগ করবেন না’।
শহরের নবলখি মাঠে আয়োজিত বিশাল দিব্য দরবারে তিনি একথা বলেন। রাজনীতিতে আসতে চান 'বাগেশ্বর বাবা’? এমনই প্রশ্ন করা হয় এক সাংবাদিক সম্মেলনে। তার সাফ জবাব দিয়ে ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সাফ জানিয়ে দেন, “’১০ টাকার' রাজনৈতিক ক্যারিয়ার গড়তে 'কোটি টাকার আধ্যাত্মিকতা'কে তিনি কখনই ত্যাগ করবেন না”।
একই সঙ্গে এদিনও ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার বিষয়ে তার আগের অবস্থান আরও একবার সকলের সামনে তুলে ধরেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে গুজরাটের তার বলা ‘পাগল’ মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
নিজের বলা মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘পাগল' এর অর্থ 'মানসিক অসুস্থ' কেউ নয়। এটা এমন একজন যিনি কোনো কিছুর প্রতি অনুরাগী... সুতরাং, গুজরাটের মানুষ যদি আধ্যাত্মিকতার প্রতি অনুরাগী হয়, আমি তাদের পাগল বলতে পারি। যাদের এই শব্দটি নিয়ে সমস্যা আছে তারা এর অর্থ তাদের মত করে ধরে নিতে পারেন।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু স্থানীয় বিজেপি নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।